বাম ভাঙ্গনে ধরাশায়ী তৃণমূল, গড় গড়লো বিজেপী

২৩শে মে, বালুরঘাটঃ আমরাই নির্বাচনের ১০ দিন আগে খবর করেছিলাম বাম নেতাদের আগমন পদ্মশিবিরে। আর নির্বাচনের ফলাফল ঘোষনা হবার পরেই সেটাই বাস্তবায়িত হলো। তৃণমূল কংগ্রেস গতবারের থেকেও তাদের নিজ ভোট ব্যাঙ্ক ৩৮ শতাংশ থেকে ৪২.২৪ শতাংশ বাড়ালেও ভোট যুদ্ধে বাম কংগ্রেসকে দুরমুশ করে বিজেপি এক ধাক্কায় বাড়ালো ২০ থেকে ৪৫ শতাংশে। যেখানে বাম ও কংগ্রেস ভোট দাঁড়ালো ৬.১ ও ৩.৭ শতাংশে। আর এতেই প্রায় ৩২ হাজার ভোটে ভরা ডুবি হলো তৃণমূল কংগ্রেসের। যেখানে বালুরঘাট ৩৭ হাজারের বেশী, তপনে ২৩ হাজারের বেশী, গঙ্গারামপুরে ২২ হাজারের বেশী ভোটের ব্যাবধানে হারের মুখ দেখতে হলো তৃণমূলকে পাশাপাশি ইটাহার থেকে ২০ হাজারের বেশী, কুমারগঞ্জ থেকে ১৯ হাজারের বেশী, কুশমন্ডি থেকে ৯ হাজারের বেশী, হরিরামপুরে ৮ হাজারের বেশী ভোটে জয় হলেও তৃণমূল কংগ্রেসকে .৩২ হাজারের বেশী ভোটের ব্যাবধানে হা্রের মুখ দেখতে হয়েছে। এইদিনের গননাতে সকাল থেকেই তৃণমূল ও বিজেপির মধ্যে চলে টান টান উত্তেজনার লড়াই, কিন্তু এই সবের মধ্যে সব কিছুকে হারিয়ে শেষ হাসি হাসলো বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। যেখানে এই হারে অর্পিতা ঘোষ জানান বালুরঘাট, তপন ও গঙ্গারামপুরে দলের যে হার হলো তাতে তিনি দলের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক রাজীব ব্যানার্জীকে জানিয়েছেন জেলা সভাপতি বিপ্লব মিত্র সম্পর্কে। তিনি এই হারের জন্য বালুরঘাট, তপন ও গঙ্গারামপুরকে দায়ী করলেন। এইদিন গননা কেন্দ্রের দিকে দেখা যায়নি জেলা সভাপতি বিপ্লব মিত্র দলের বহু নেতা কর্মীদের। বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার আমাদের জানান এই জয় নরেন্দ্র মোদী ঝড়। এই জয়ের পরে এই এলাকায় উন্নয়কে আগে নিয়ে যাওয়ায় তার প্রথম ও প্রধান লক্ষ্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *