মাধ্যমিকে অষ্টম গঙ্গারামপুরের সায়ন্তন বসাক
২১শে মে, গঙ্গারামপুরঃ এবারের মাধ্যমিকে অষ্টম স্থানে গঙ্গারামপুরের সায়ন্তন বসাক। গঙ্গারামপুরের হাইস্কুলের এই ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৮৩, ৯৭.৫৭ শতাংশ। গঙ্গারামপুরের দত্ত পাড়ার বাসিন্দা সায়ন্তন বরাবর পড়াশুনায় ভালো। বাবা বৃন্দাবন বসাক পেশায় তাঁত ব্যাবসায়ী। এইদিন সাওয়ন্তের এই সাফল্য খুসির হাওয়া এলাকায়। সকালে এই খবরে বাবা মায়ের পাশাপাশি উল্ল্যাসে মেতে ওঠে পাড়া থেকে স্কুলের সবাই। সায়ন্তনের বাবা বৃন্দাবন বাবু জানান সায়ন্তন বরাবর পড়াশুনায় যথেষ্ট ভালো, ও দিনে ১০ থেকে ১২ ঘন্টা পড়াশুনা করতো। সায়ন্তনের ইচ্ছা সে বড় হয়ে একজন ডাক্তার হতে চাই।