মাধ্যমিকের মেধা তালিকায় ছাত্রদের পিছনে ফেলল বালুরঘাটের ছাত্রীরা

২১শে মে, বালুরঘাটঃ রাজ্যের সাথে পাল্লা দিয়ে এবারের মাধ্যমিক পরীক্ষায় জেলার মুখ উজ্জ্বল করেছে গঙ্গারামপুরের সায়ন্তন বসাক । পিছিয়ে নেই জেলার সদর সহর বালুরঘাটের ছাত্রছাত্রীরাও । যদিও ছাত্রদের পিছনে ফেলে খানিকটা এগিয়ে গিয়েছে ছাত্রীরা । সর্ব্বোচ্চ নম্বরের ভিত্তিতে ছাত্রদের পিছনে ফেলেছে বালুরঘাট গার্লস হাইস্কুলের ছাত্রী দেবলীনা সরকার । এবারে তার প্রাপ্ত নম্বর ৬৭১ । গার্লস হাইস্কুলে ২৫৫ জন পরিক্ষার্থীর মধ্যে প্রত্যেকেই পাশ করেছে । শহরের আদর্শ হাইস্কুলের ছাত্র রুপায়ন রায়ের প্রাপ্ত নম্বর ৬৭০ । এবারে ২০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ২০১ জন । বালুরঘাট হাই স্কুলের তীর্থব্রত বিশ্বাস ৬৬৬ নম্বর পেয়েছে । বিদ্যালয়ের ২০৯ জন ছাত্রই এবারে উত্তীর্ণ হয়েছে ।

জানাগেছে খাদিমপুর হাইস্কুলের ১৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৩২ জন ছাত্র । বিদ্যালয়ের ছাত্র ৬৩৭ নম্বর পেয়ে সর্ব্বোচ্চ হয়েছে । খাদিমপুর গার্লস হাইস্কুলের ছাত্রী প্রনিতা মণ্ডল ৬১০ পেয়ে বিদ্যালয়ে সর্ব্বোচ্চ হয়েছে । এবারে ১৬৫ জন ছাত্রীর মধ্যে পাশ করে ১৫৩ জন । নদীপার এন সি হাইস্কুলের ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে এবারে পাশ করেছে ৯২ জন । যেখানে ৫৮৪ নম্বর পেয়েছে স্নেহাশিস অধিকারি । নালন্দা বিদ্যাপীঠ থেকে এবারে ১১২ জন ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষা বসে । যাদের মধ্যে পাশ করেছে ১১০ জন । ৬০৩ নম্বর পেয়ে বিদ্যালয়ে প্রথম হয়েছে কেয়া মণ্ডল ।
অন্যদিকে হিলি রমানাথ হাইস্কুলেও ভাল ফল করেছে পরীক্ষার্থীরা । বিদ্যালয়ের ১০০ জন মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯২ জন । ৫৮৪ নম্বর পেয়ে এগিয়ে যায় সায়ন সেন । হিলি গার্লস হাইস্কুলের ছাত্রী পায়েল দাস ৬৩২ নম্বর পেয়ে বিদ্যালয়ে প্রথম হয়েছে । ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮৪ জন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *