বালুরঘাটে বেআইনি পার্কিং ও যানজট সমস্যা মুকাবিলা না করে বাইক চেকিং-এর নামে চলছে হয়রানি

২০শে মে, বালুরঘাটঃ বালুরঘাট শহরের বেআইনি পার্কিং ও যানজট সমস্যা মুকাবিলা না করে বাইক চেকিং-এর নামে বালুরঘাট শহরের প্রবেশ দ্বারে চলছে হয়রানি বলে অভিযোগ উঠলো বালুরঘাট ট্রাফিক পুলিশের নামে। বালুরঘাট থানা মোড় কিম্বা হোসেনপুর অথবা বিএম স্কুল, শহরের তিন প্রবেশ দ্বারে সকাল থেকে রাত পর্যন্ত বাইক আরোহীদের উপর বাইক চেকিং-এর নামে নিত্যদিন হয়রানিতে অতিষ্ট হয়ে উঠেছে শহরের বাসিন্দারা। বালুরঘাট বাসির অভিযোগ বালুরঘাট থানা মোড়ে আত্রেয়ী সরোজ সেতু রোডে সকাল থেকে টোটো, অটো কিম্বা বিভিন্ন গাড়ির যানজটে রাস্তা দিয়ে চলাচল অতিষ্ট হয়ে পড়লেও সেই সব যানজট মুকাবিলা না করে বাইক আটক করে ফাইন আদায়ে ব্যাস্ত হয়ে পরেছে বালুরঘাট ট্রাফিক পুলিশ। একি ভাবে বালুরঘাট বাসস্ট্যান্ড, বালুরঘাট বাজার থেকে বিভিন্ন এলাকায় বেআইনি পার্কিং সহ ট্রাফিক নিয়ন্ত্রনে কাজ না করে, বাইক চেকিং-এর নামে যাত্রী হয়রানি করছে বলে অভিযোগ করেন বালুরঘাটের বাসিন্দারা। তাদের দাবী শহরের প্রবেশ দ্বারে এই ভাবে বাইক চেকিং-এর নামে যাত্রী হয়রানিতে ব্যাপক সমস্যায় পরছে বাইরে থেকে শহরে আসা বাসিন্দারা। অনেক সময় সিভিক ভলেন্টিয়ার্স্-দের বাইক ধরার নাম করে বাইক আটক করতে গিয়ে ঘটে চলেছে দুর্ঘটনা। অভিশেখ সেন নামে এই ব্যক্তি অভিযোগ করেন তিনি প্রতিদিন চকভৃগু থেকে শহরে প্রবেশ করতে গিয়ে বাইক চেকিং-এর নামে হয়রানির শিকার হয়ে হয়। তিনি অভিযোগ করেন অন্য কোন শহরে এই ভাবে বাইক চেকিং-এর নামে হয়রানি ঘটনা ঘটেনা, এমনকি জেলার গঙ্গারামপুরেও এইভাবে বাইক চেকিং-এর ঘটনা দেখা যায়না। সেফ ড্রাইভ সেভ লাইফের নামে এইভাবে বাইক চেকিং-এর নামে হয়রানির তিনি তীব্র বিরোধিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *