আইনজীবিদের উপর পুলিশি হামলার প্রতিবাদে জেলা বিচারক ও জেলা শাসকের কাছে ডেপুটেশন

১৭ই মে, বালুরঘাটঃ ২৩শে মে হাওড়া জেলা আদালতে আইনজীবিদের উপর পুলিশি হামলার প্রতিবাদে জেলা বিচারক ও জেলা শাসকের কাছে দোষী পুলিশ কর্মীদের শ্বাস্তির দাবীতে ডেপুটেশন দিলো দক্ষিন দিনাজপুর জেলা বার এস্যোসিয়েশন। এইদিন তারা সকালে জেলা বিচারক সুখেন্দু দাস মহাশয়কে ডেপুটেশন দিয়ে বালুরঘাট শহরে মৌন মিছিল বের করে। এরপরে দুপুর দুইটায় জেলা শাসক দীপাপপ্রিয়া পির কাছে এই নিয়ে ডেপুটেশন দেন তারা। গত প্রায় ২৩ দিন থেকে রাজ্যের প্রতিটি আদালতে আইনজীবিদের কর্মবিরতি চলছে, যার ব্যাতিক্রম নেই বালুরঘাট। গত প্রায় ২৩ দিন থেকে এই কর্ম বিরতির ফলে ব্যাপক সমস্যায় আইনের দরজায় বিচার প্রার্থীরা। গত ২৩ দিনে ক্রমেই ভির বাড়ছে সংশোধনাগারে বিচারাধিন বন্দীর সংখ্যা। যার ফলে বিপাকে পরেছে বহু মানুষ। এই সমস্যা সমাধানের আশায় দিন কাটাচ্ছে বিপাকে পরা বহু মানুষ। জেলা বার এস্যোসিয়েশনের সম্পাদক বিদ্যুৎ রায় আমাদের জানান দ্রুত দোষীদের শাস্তির দাবী জানিয়ে এইদিন তারা  জেলা বিচারক ও জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন, যতদিন পর্যন্ত দোষীদের শাস্তি দেওয়া না হয় ততদিন পর্যন্ত তাদের রাজ্য জুড়ে তাদের এই কর্ম বিরতি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *