বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়

অমিত শাহের রোড শোয়ে তুমুল গন্ডগোল এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটা থেকে শুরু হয়েছে পদযাত্রা। শেষ হবে শ্যামবাজারে। নির্বাচনী প্রচার কর্মসূচি হিসেবে মমতার পদযাত্রা আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু মঙ্গলবার বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জেরে সেই পদযাত্রাই প্রতিবাদ মিছিলে রূপান্তরিত হয়েছে। মিছিলে রয়েছেন বিদ্বজ্জনদের একটা বড় অংশ। দেখা গিয়েছে চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, কবি সুবোধ সরকার, কবি জয় গোষ্মামী, অভিনেত্রী জুন মাল্য, পরিচালক অরিন্দম শীল-সহ বিশিষ্টজনরা। এইদিন একি ভাবে ঘটনার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদে নানা ধরনের কর্মসূচী গ্রহন করেন বিভিন্ন জেলার তৃণমূল নেতৃত্বরা। একি ভাবে বালুরঘাটে দেখা যায় বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচী গ্রহন করতে। বালুরঘাটের ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শঙ্কর দত্তের ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত হয় প্রতিবাদ কর্মসূচী। এছাড়াও জেলার অন্যান্য প্রান্তেও গতকালকের ঘটনার প্রতিবাদে র‍্যালির আয়োজন করা হয়।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/361513294493981/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *