হেলথ এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটির দ্বায়িত্ব পেয়ে তৃনমুল প্রভাবিত নতুন বোর্ডের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হলো

৫ই মে, বালুরঘাটঃ দি ওয়েস্ট দিনাজপুর হেলথ এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের আজ বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হলো বালুরঘাটে। বালুরঘাট নেলসন ম্যান্ডেলা সরনীতে অবস্থিত জেলা স্বাস্থ্য ভবন প্রাঙ্গণে এই সোসাইটির বার্ষিক সাধারন সভায় সোসাইটির সদস্য ও সদস্যাদের উপস্থিততে বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। এইদিনের সভায় উপস্থিত ছিলেন সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান বিপ্লব খাঁ সহ বহু বিশিষ্ট জনেরা। এদিকে সভা চলাকালিন সোসাইটির নতুন সম্পাদক রঞ্জন মজুমদার জানান তাদের এই সোসাইটি বিগত বাম বোর্ড পরিচালিত হতো। কিন্তু তৃনমুল প্রভাবিত এই নতুন সোসাইটি কোন রাজনৈতিক রঙ বিচার না করে সব সদস্যদের জন্য কাজ করবে। তার আরো বক্তব্য বিগত বাম পরিচালিত এই সোসাইটিতে ২০১৬-১৭ ও ২০১৮-১৯ কোন অডিট করেনি। সে কথা তারা তাদের কার্যভার এআরসিএস মারফৎ বুঝে নেওয়ার সময় তা লিখিত ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অতএব বিগত দিনের কার্যকালের কোন হিসেব তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। ২০১৯ সালে মার্চ মাসে নির্বাচনের মাধ্যমে তৃনমুল প্রভাবিত এই নতুন বোর্ড এই সোসাইটির দ্বায়িত্ব পায়। সোসাইটির সব সদস্য ও সদস্যাদের এবিষয়ে অবগতি করার জন্য তাদের আজকের এই বার্ষিক সাধারন সভা বলে রঞ্জন মজুমদার জানান।