বালুরঘাটে বিষাক্ত ট্যারেন্টুলার কামড়ে অসুস্থ্য হলেন এক গৃহবধু

৫ই মে, বালুরঘাটঃ শনিবার এক বিষাক্ত বালুরঘাটে বিষাক্ত ট্যারেন্টুলার কামড়ে অসুস্থ্য হলেন এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের কুন্ডু কলোনী এলাকায়। জানাগেছে আক্রান্ত গৃহবধুর নাম ধৃতি চক্রবর্তী। তিনি এখন বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন। শহরের কুন্ডু কলোনীর বাসিন্দা সমীর কুমার চক্রবর্তীর স্ত্রী ধৃতি চক্রবর্তী শনিবার রাত পৌনে দশটা নাগাদ রান্না ঘরে কাজ করার সময় বেশ বড় মাপের ওই মাকরশাটি দেখতে পান। প্রথমে মাকরশার ধরন বুঝতে না পারলেও পাশের ঘরে থাকা স্বামীকে ডেকে বিষয়টি দেখতে বললে জানাযায় এই লোমোশ মাকরশাটি একটি বিশাক্ত ট্যারেন্টুলা। এরপরেই বনদপ্তরে খবর দিলে বনদপ্তরের কর্মীরা আসার আগেই দূরে ছেড়ে দিয়ে আসা হয় এই বিশাক্ত ট্যারেন্টুলাটিকে। যারপরেই ফের আরো একটি বিশাক্ত ট্যারেন্টুলা কামড়ে দেয় ধৃতি দেবীকে। ঘটনায় অসুস্থ হয়ে পড়লে তাকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়। স্বামী সমীর চক্রবর্তী আমাদের জানান তার বাড়ির রান্না ঘর থেকে বেড় হয় একের পর এক এই বিশাক্ত ট্যারেন্টুলা, যার একটিকে বাইরে ছেড়ে দিয়ে আসলেও অপরটি কামড়ে দেয় তার স্ত্রীকে। বর্তমানে তিনি চিকিৎসাধীন বালুরঘাট হাসপাতালে।