নরেন্দ্র মোদীর মনোনয়ন পত্র বাতিলের আবেদন করলো তৃণমূল কংগ্রেস

৩০শে এপ্রিল, কলকাতাঃ গতকালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক নির্বাচনী প্রচারে গিয়ে ঘোষনা করেন, তৃণমূলের ৪০ জন বিধায়ক ২৩শে মে-র পরে যোগদান করবে বিজেপিতে। নির্বাচনী বিধিনিষেধ আরোপ থাকাকালিন বিজেপির হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এইধরনের বক্তব্যের তীব্র বিরোধিতা করে, তৃণমূল কংগ্রেসের হয়ে ডেরেক ওব্রায়ন এই কথা জানান মঙ্গলবার একটি সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেন প্রধানমন্ত্রী কি করে নির্বাচনী বিধিনিষেধ আরোপ থাকা কালিন এই ধরনের কথা বলে ভোটে প্রভাবিত করবার চেষ্ঠা করেন। নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনোনয়ন পত্র বাতিল করা হোক।এইদিন তিনি হিন্দী ও ইংরেজী দুই ভাষাতে বক্তব্য রাখতে গিয়ে তীব্র ভাষায় আক্রমন করে জানান, নির্বাচন কমিশন একটি সংবিধানিক স্বতন্ত্র সংস্থা, যার উপর প্রধানমন্ত্রী তার প্রভাব বিস্তার করবার চেষ্টা করছে, এই দেশের এই গনতান্ত্রিক ব্যাবস্থাকে ধংশ করবার চেষ্টার নাম মোদী কোড অফ কন্ডাক্ট। কারন একের পর এক এই ভাবে নরেন্দ্র মোদী বিরোধী রাজনৈতিক দলকে নির্বাচনে প্রভাবিত করতে চাইছে, যা গনতন্ত্র বিরোধী, তিনি গত পাঁচ বছরে কোন কাজ করেননি। তাই প্রতিদিন ১২টায় এই ভাবে মোদীর কাছে তার পাঁচ বছরের কাজের খতিয়ান চাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *