নির্বাচনী প্রচারে বিদেশী বিতর্কে তৃণমূলের পর বিজেপি, মার্কিন নাগরকিকে নিয়ে প্রচারে অনুপম হাজরা

২৮শে এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ আবার ফিরে এল নির্বাচনী প্রচারে বিদেশিদের নিয়ে আসার প্রসঙ্গ। তবে এবার ঘুরে গেল অভিমুখ। এবার কাঠগড়ায় বিজেপি। আর অভিযোগ নিয়ে হাজির তৃণমূল। ঘটনা গত ২৬ এপ্রিলের। ওই দিন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা নিজের নির্বাচনী প্রচারে হাজির করেন কুস্তিগীর দ্য গ্রেট খালিকে। এমনকী অনুপমকে ভোট দেওয়ার আবেদনও জানান খালি। আর এরপরই আসরে নামে তৃণমূল। তাঁদের অভিযোগ, খালির ভারতীয় নাগরিকত্বই নেই। তিনি মার্কিন নাগরিক। তাই এদেশের নির্বাচনে তাঁর কোন রাজনৈতিক দলের হয়ে প্রচারে নামা বেআইনি। উল্লেখ্য, এর আগে তৃণমূলের রায়গঞ্জের প্রার্থী কানাইয়ালালের প্রচারে যোগ দিয়েছিলেন বাংলাদেশি অভিনেতা ফিরদৌস। আর বিজেপির অভিযোগের ভিত্তিতে ফিরদৌসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছিল। সেইসঙ্গে তাঁকে কালো তালিকাভূক্ত করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। প্রায় একইরকম ঘটনা ঘটে রাণী রাসমণী ধারাবাহিক খ্যাত নূরের সঙ্গেও। মদন মিত্রর সঙ্গে প্রচারে বেরিয়ে তাঁকে ফিরে যেতে হয়েছে দেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *