চিন থেকে কারখানা সরিয়ে ভারতে আসতে উদ্যোগী মার্কিন সংস্থা, চিন মার্কিন সম্পর্ক খারাপের প্রতিফলন
২৮শে এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ লোকসভা ভোটের পরে ভারতে বিপুল বিদেশি লগ্নির সম্ভাবনা। চিন থেকে নিজেদের কারখানা গুটিয়ে ভারতে চলে আসাতে আগ্রহী প্রায় দু’টি মার্কিন সংস্থা। ভারতে লোকসভা ভোট মিটে গেলেই তারা নিজেদের উৎপাদন বেস পরিবর্তনের কাজে হাত দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছে ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক এবং পার্টনারশিপ ফোরাম (ইউএসআইএসপিএফ)। ভারতে লগ্নির বিষয়ে মার্কিন সংস্থাগুলি ইতোমধ্যেই তাদের পরামর্শ নেওয়া শুরু করেছে বলে জানিয়েছেন ইউএসআইএসপিএফ-এর সভাপতি মুকেশ আঘি।লোকসভা নির্বাচনে জিতে আগামীদিনে দিল্লিতে যে সরকার গঠিত হবে, সে সরকারের কাছে তাঁরা কী সুপারিশ করতে চলেছেন তাও জানিয়ে দিয়েছেন ইউএসআইএসপিএফ-এর সভাপতি। তিনি বলেন, আর্থিক সংস্কার প্রক্রিয়ায় গতি আনার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে হবে ভাবী সরকারকে। তবে লগ্নিকারীরা এ দেশে আকৃষ্ট হবে বলে তাঁর অভিমত। সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে মুকেশ আঘি বলেন, ‘লগ্নিকারীদের আকৃষ্ট করার বিষয়টি আমাদের বুঝতে হবে। গ্লোবাল সাপ্লাই চেইনে জমি থেকে গ্রাহক ইস্যু, সমস্তটাই খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে সংস্কারের প্রয়োজন। আর নতুন লগ্নি এলে বিপুল কর্মসংস্থানের দরজা খুলে যাবে।’