হাওড়ায় আইনজীবিদের উপর হামলার প্রতিবাদে বালুরঘাটে বৃহস্পতিবার একদিনে কর্মবিরতি পালন

২৫ এপ্রিল, বালুরঘাটঃ হাওড়ায় আইনজীবিদের উপর পুলিশ ও পুর কর্মীদের যৌথ হামলার প্রতিবাদে আজ কর্মবিরতি পালন করলো বালুরঘাট জেলা আদালতের আইনজীবিরা। আর হঠ্যাৎ করে আইনজীবিদের ডাকা কর্মবিরতির ফলে হয়রানীর মধ্যে পড়তে হয় আদালতে চলা মামলার সাথে জড়িত ব্যক্তিদের। দুরদুরান্ত থেকে পয়সা ও সময় নষ্ট এসে তাদের কোন কাজ না হওয়ায় হতাশ হয়ে ফিরে যেতে হয়। বালুরঘাট আদালতের বার  এস্যোসিয়েশন সম্পাদক বিদ্যুৎ কুমার রায় জানান গতকাল হাওড়ায় বিনা কারনে সেখানকার আইনজীবিদের উপর হামলা চালায় হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মী ও পুলিশ। সেই বর্বরচিত হামলায় তাদের কয়েকজন সহকর্মী আহত হয়েছেন।আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমনকি পুলিশ ও পুরকর্মীরা আইনজীবিদের উপর হামলা চালানোর পাশাপাশি তাদের অস্থায়ী অফিএস গুলোতে ভাঙ্গচুর চালিয়েছে বলে অভিযোগ। জেলা বার সম্পাদকের আরও অভিযোগ যেহেতু দেশের যেকোন আইনজীবি তাদের সহকর্মী তাই তাদের উপর এই হামলার প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে তারা আজ একদিনের কর্মবিরতি পালন করছেন। পাশাপাশি তিনি এও জানান যদি পুলিশ দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থ্যা গ্রহন না করে তবে তারা পরবর্তিতে বৃহ্যততর আন্দোলনের পথে নামবে, বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *