লক্ষ লক্ষ টাকা নির্বাচনী প্রচারে খরচ করেও সাধারন মানুষের মধ্যে ইভিএমের বোতাম নিয়ে ধারনা দিতে ব্যার্থ কমিশন

২৪শে এপ্রিল, বালুরঘাটঃ ৬ বালুরঘাট লোকসভা আসনে নির্বাচন হয়ে গেলো গত মঙ্গলবার, এবারের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শুধু নয়, ভোট দানের হার ও ছিলো বেশ নজরকারা। শতাংশের হিসাবে যার পরিমান ছিলো ৮৩.৬১ শতাংশ। কিন্তু এতো বিপুল মানুষের ভোট দানে উৎসাহের পরিবেশ নির্বাচন কমিশন তৈরি করলেও ভোটদানে ব্যাবহৃত ইভিএম মেশন সম্পর্খে এখনো বহু ভোটারের কোন ধারনাই জন্ম হয়নি। কোথায় ইভিএম মেশিনে তার পছন্দের প্রার্থীকে ভোট দান করতে পারবে তা নিয়ে বহু ভোটারের মধ্যেই ছিলোনা কোন স্পষ্ট ধারনা। তাই অনেক ভোটারকে ভোট দানে গিয়ে খুঁজেতে দেখা গেলো ইভিএমের ভোট দানের সুইচ। যা নিয়ে অনেক ক্ষেত্রেই সমস্যায় পরতে হয়েছে বুথের কর্তব্যরত ভোট কর্মীদের। প্রতিটি বুথে ভোট দানে ব্যাবহৃত ইভিএমের নকল থাকলেও আসল মেশিনের কোথায় ভোট হবে তা বোঝাতে নাজেহাল হতে হলো প্রিসাইডিং অফিসাকে। বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করছেন লক্ষ লক্ষ টাকা নির্বাচনী প্রচারে ব্যাবহৃত হলেও বহু প্রবীন ও নবীন ভোটারদের ইভিএম ও ভিভিপ্যাড নিয়ে সঠিক ধারনা তৈ্রি করতে ব্যার্থ হয়েছে কমিশন। ভোটের দিন এমন সব ঘটনা উঠে এসেছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে। বিভিন্ন প্রত্যন্ত গ্রাম শুধু নয়, এই ঘটনা স্বাক্ষী থাকলো গত মঙ্গলবারের হয়ে যাওয়া নির্বাচন। এইনিয়ে যদিও কমিশনের কারো কোন বক্তব্য মেলেনি তবে ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, তাদের দাবী বহু ভোটারের কোন প্রার্থী পছন্দ থাকলেও বুঝতে না পারার কারনে তারা সঠিক জাগায় ভোট দিতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *