একদিকে বিহারের কানাইয়া আর অন্যদিকে বালুরঘাটের বাম দৃষ্টিভঙ্গী, হিসাব মেলেনা রাজনীতির

২৫শে এপ্রিল, বালুরঘাটঃ বিহারের বেগুসরায়, একটাই নাম কানাইয়া কুমার, দোরদন্ড প্রতাপ নেতা গিরিরাজ, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীকে হালে পানি পেতে কালঘাম ছুটছে সিপিআই প্রার্থী কমরেড কানাইয়া কুমারের নির্বাচনের লড়াইয়ের কাছে। যে গিরিরাজ সহজ জয় ছিনিয়ে নিতো বেগুসরায় আসনে, তাকে ইঞ্চি ইঞ্চিতে বেগুসরায়ের মাটি পেতে বেগ দিছেন সিপিআই প্রার্থী কানাইয়া। এমন লড়াইয়ের চিহ্নের ঠিক বিপরীত  মেরুতে এক সময়ের লালদূর্গ দক্ষিন দিনাজপুর। এই জেলার কমরেডদের মুখে লাল সেলামের বদলে, তাদের মুখে জয় শ্রীরামের স্লোগানে কমিউনিস্ট আন্দোলনের অন্য চিত্র তুলে ধরলো বালুরঘাট লোকসভা নির্বাচনে। আর তাই একদিকে যখন বেগুসরায়ে কানাইয়ার লড়াই বাম আন্দোলনের নতুন সূর্যের উদয় ঘটাচ্ছে, তখন বাংলার কমরেডদের নিজ প্রার্থী ছেড়ে বিজেপির জয় গান সত্যিই লজ্জায় মাথা নিচু করে দিচ্ছে। এক সময় কি আদর্শ আর কি নীতি এই বাংলায় কমিউনিস্ট আন্দোলনে দেখিয়ে এসেছেন বাংলার কমরেডরা, সেইখানে এই বাংলার এই চিত্র প্রমোদ দাসগুপ্ত কিম্বা মুজাফর আহমেদরাও দেখলে সত্যিই লজ্জা পেতেন। যেখানে দলে থেকে দলীয় প্রার্থীকে ভোট না দিয়ে কমল ভাবাবেগে নজির তৈরি করলো এই বাংলায়। তাই এখন সবাই ২৩শে মে-র দিকে তাকিয়ে, কোন মে দিবসের জন্ম দেয় বালুরঘাট, আর কি হয় বেগুসরায়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *