সিআরপিএফের নাম করে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ বিজেপি প্রার্থী বিরূদ্ধে, অভিযোগ দায়ের তৃণমূলের

২৩শে এপ্রিল, বালুরঘাটঃ বালুরঘাটের ২০ নম্বর ওয়ার্ডে রবীন্দ্র নগর এপপি স্কুলের বুথের বাইরে একাধিক ভোটার ও সাধারন মানুষকে সিআরপিএফের নাম করে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের বিরূদ্ধে নির্বাচন কমিশনের কাছে করলো তৃণমূল কংগ্রেস। এইদিন সকালে তিনি এই ভোট গ্রহন কেন্দ্রে গিয়ে একাধিক মানুষকে সি আর পি এফের নাম করে কড়া হুমকি দিয়ে ভোটারদের ভয় ভীত করবার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে বলে জানান এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবজিৎ রুদ্র। তিনি বলেন এলাকার এক জাল মুরি বিক্রেতা সহ এই এলাকার সাধারন মানুষদের কেউ তিনি কড়া হুমকি প্রদশর্ণ করেন। এইনিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন। তবে এই অভিযোগ অস্বীকার করনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি আমাদের জানান, তিনি এলাকায় গিয়ে দেখতে পারেন রবীন্দ্রনগর বুথের বাইরে এক ঝাল মুরি বিক্রেতা ঝাল মুড়ি দিয়ে ভোটারদের প্রভাবিত করবার চেষ্টা করছিলো তৃণমূল, তার বিরোধিতা করেছেন তিনি। একিভাবে এই এলাকায় বেশকিছু তৃণমূল কংগ্রেস কর্মীরা ভোটারদের প্রভাবিত করছিলো বুথের বাইরে দাঁড়িয়ে। সেই বিষয়ের তিনি বিরোধিতা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *