সকালে বালুরঘাট কেন্দ্রের একাধিক ইভিএম বিকল, অধিকাংশ বুথে ভোট গ্রহনে বিলম্ব
![](https://www.dinajpurdaily.com/wp-content/uploads/2019/04/images-21.jpg)
২৩শে এপ্রিল, বালুরঘাটঃ সকাল থেকে বালুরঘাট কেন্দ্রের বিভিন্ন বুথে লম্বা লাইন, কিন্তু সকাল থেকে একাধিক কেন্দ্রে ইভিএম বিকল থাকায় ভোট গ্রহন শুরু হলো বিলম্বে। সকাল থেকে দুই একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও একপ্রকার শান্তিপূরণ ভাবেই ভোট গ্রহন চলছে। বালুরঘাটে সকাল ৯.২০ পর্যন্ত ভোট গ্রহন হয়েছে ১৭.৭৯ শতাংশ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সকাল থেকে ভোট গ্রহন প্রক্রিয়ায় দেরির অভিযোগ করলেন একাধিক রাজনৈতিক দল। কুশমন্ডির ১২৮ ও ১৩৩ নম্বর বুথে চাঁদপুর ও শালেককুড়ি এলাকায় তৃণমুল বিজেপি সংঘর্ষ। এলাকায় SDPO ও BDO। তবে সব কিছুতে একপ্রকার শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোট গ্রহন প্রক্রিয়া।