রাস্তায় যাত্রী তোলায় ভোট কর্মীর সঙ্গে হাতাহাতি গাড়ি চালক ও খালাসীর, ভোট কর্মীর ধর্না বালুরঘাট কলেজে

২২শে এপ্রিল, বালুরঘাটঃ রাত পোহালেই ভোট বালুরঘাট লোকসভা কেন্দ্রের ১৫৩০টি বুথে। যেখানে মোট তিনটি কেন্দ্র থেকে চলছে ভোট কর্মীদের ভোট কেন্দ্রে পাঠাবার ব্যাবস্থা করেছে নির্বাচন কমিশন। সেই মতো গঙ্গারামপুর থেকে বালুরঘাট ডিস্ট্রিবিউশন কেন্দ্রে আসবার সময় রুটে গাড়ি কম থাকায়, নির্বাচনের গাড়ির খালাসি রাস্তা থেকে যাত্রী তোলার প্রতিবাদ করলে, জয়ন্ত সরকার নামে ঐ ভোট কর্মীকে হেনস্থা ও বালুরঘাটে তাকে মারধর করে বাস চালক ও খালাসীরা বলে তিনি অভিযোগ করেন। পাশাপাশি এই ঘটনার অভিযোগ এক পুলিশ আধিকারিককে জানালে তিনি ঘটনার কোন ব্যাবস্থা না নেওয়ায় ঘটনার প্রতিবাদে বালুরঘাট কলেজে ধর্নায় বসে অভিযোগকারি এই ভোট কর্মী। তিনি সেইখানে দাবী করেন যেন প্রতিটি বুথে মোতায়ন থাকে কেন্দীয় বাহিনী। গাড়ীর চালকদের বক্তব্য রাস্তায় এইদিন গাড়ির সংখ্যা কম থাকায় যাত্রীদের সাহায্য করছিলেন ঐ গাড়ীর চালক ও খালাসি। এই বিষয় নিয়ে অযথা অশান্তির পরিবেশ তৈরি করেছেন অভিযোগকারি ঐ শিক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *