রাত পোহালেই বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট গ্রহন, ১৫৩০টি বুথে ভোট গ্রহন হবে কালকে

২২শে এপ্রিল, বালুরঘাটঃ ২৩শে এপ্রিল, মঙ্গলবার বালুরঘাট সহ আরো চারটি কেন্দ্রে ভোট গ্রহন। আর তাই সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বালুরঘাটের মোট ১৫৩০টি বুথে ভোট কর্মীদের ভোট কেন্দ্রে পাঠানোর কাজ। এইদিন এই লোকসভা কেন্দ্রের মোট সাতটি বিধানসভা কেন্দ্রে তিনটি ডিস্ট্রিবিউশন কেন্দ্র থেকে পাঠানো হচ্ছে ভোট কর্মীদের যেখানে রয়েছে বালুরঘাট, বুনিয়াদপুর ও ইটাহার। মোট ৬২৬০ জন ভোট কর্মীর মধ্যে ২০ শতাংশ ভোট কর্মীদের সংরক্ষিত রাখা হয়েছে। যেখানে ১৫৩০টি বুথের ১৩৪৫টি কেন্দ্রে সোমবার সকালে থেকে তিনটি ডিস্ট্রিবিউশন কেন্দ্র থেকে কর্মীদের ভোট গ্রহন কেন্দ্রে পাঠানোর কাজ শুরু হয়েছে। জেলার মোট ৫৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৮১ শতাংশ বুথে মোতায়ন হয়েছে, বাকি বুথে থাকছে রাজ্য পুলিশ। এবার মোট ১৪২৭৫৬৭ জন ভোটার রয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে, এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭৩৪৭৯৪ ও মহিলা ভোটারের সংখ্যা ৬৯২৭১৬জন। এছাড়াও ৫৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার এবারের নির্বাচনে ভোট দান করবেন। জেলার মোট ১৬৭টি বুথে ওয়েব কাস্টিং-এর ব্যাবস্থা রয়েছে, এছাড়াও সিসিটিভি নজরদারী থাকছে ৯৫টি কেন্দ্রে, ভিডিও গ্রাফি করা হবে ৬৯টি কেন্দ্রে। সোমবার সকাল থেকেই বালুরঘাট কলেজ, বুনিয়াদপুর ও ইটাহার ব্লক অফিস থেকে  ভোট কর্মীদের ইভিএম, ভিবিপ্যাড, সহ অন্যান্য ভোটের ব্যাবহৃত জিনিশ পত্র দিয়ে পাঠানো হচ্ছে কর্তব্যরত ভোট কর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *