বালুরঘাটে এলেন পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে, সার্কেট হাউসে অল পার্টি মিটিং

২১শে এপ্রিল, বালুরঘাটঃ রবিবার বালুরঘাটে এলেন বিবেক দুবে, এইদিন তিনি এসে জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে নিয়ে বৈঠক করেন। এইদিন এই বৈঠক শেষে তিনি জেলার সব রাজনৈতিক দলদের নিয়ে বালুরঘাট সার্কেট হাউসে বৈঠক করেন। ২৩শে এপ্রিল লোকসভা নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দল গুলোর বক্তব্য শোনেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এইদিন জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ করা হয় তার কাছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে একাধিক অভিযোগ করা হয়। যেখানে বি এস এফের বিরূদ্ধে অভিযোগ করা হয় তার সীমান্ত এলাকার গ্রাম গুলোতে বিজেপির হয়ে প্রভাবিত করবার পাশাপাশি বিজেপি বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে ভোটার দের প্রভাবিত করছে। এলাকা এলাকায় কেন্দ্রীয় বাহিনীদের টহলদারি নজরে আসছেনা। এই সবের পরে বিবেক দুবে আমাদের জানান জেলায় মোট ৫৮ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী থাকবে, মোট ৮১ শতাংশ বুথে থাকবে বাহিনী, থাকবে সিসিটিভি নজরদারি। তিনি বিভিন্ন রাজনৈতিক দল গুলোর কথা শুনেছেন, বিষয় গুলোর উপর নজর থাকবে নির্বাচনী পর্যবেক্ষকদের, যাতে সুষ্ট ও অবাধ নির্বাচন করা সম্ভব হয় তার জন্য যাবতীয় ব্যাবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *