পুকুর ভরাটকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা চকভৃগুর শিমুলতলা এলাকায়

২১শে এপ্রিল, বালুরঘাটঃ পুকুর ভরাটকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা চকভৃগুর শিমুলতলা এলাকায়। এইদিন সকালে এই এলাকার একটা পুকুর ভরাট করতে আসে এলাকার এক প্রমোটার বলে অভিযোগ করে এলাকার বাসিন্দারা। এরপরে এলাকার মানুষদের চাপে এলাকা থেকে চলে যায় অভিযুক্ত প্রমোটারের জেসিবি ও ট্রাক্টর। যদিও এলাকার বাসিন্দাদের অভিযোগ গতকাল থেকে আচমকায় শুরু হয় এই পুকুর ভরাটের কাজ, এরপরে রবিবার সকালে আবার সেই ভরাটের কাজ শুরু হলে এলাকার বাসিন্দারা গাড়ি আটকে বিক্ষোভ শুরু করে এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ এই এলাকার বর্ষার জল যাবার জন্য এই পুকুর হলো একমাত্র মাধ্যম। এই পুকুর ভরাট হয়ে গেলে এলাকার নিকাশি ব্যাবস্থার ব্যাপক সমস্যার সৃষ্টি হবে। তাই এই পুকুর এই এলাকার দীর্ঘদিনের, কে বা কারা অবৈধ্য ভাবে এই পুকুর ভরাটের চেষ্টা করছে তা তারা না জানলেও এই নিয়ে ইতিমধ্যে স্থানীয় পঞ্চায়েতে অভিযোগ জানায়। যদি তবুও এই পুকুর ভরাট বন্ধ না হয় তবে এই নিয়ে তারা জেলা শাসকের দ্বারস্থ্য হবে। ঘটনা নিয়ে প্রমোটার পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কারো বক্তব্য মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *