হাওড়া-নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেস লাইনচ্যুত, এড়াল বড়সর ক্ষয়ক্ষতি

২০শে এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ কানপুরের কাছে লাইনচ্যুত হাওড়া-নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেস। শুক্রবার রাত একটা নাগাদ কানপুরের কাছে রুমা গ্রামে দুর্ঘটনা ঘটে । ট্রেনের ১২টি বগি লাইন থেকে বেরিয়ে যায়। এর মধ্যে উল্টে যায় ৪টি বগি। এখনও পর্যন্ত ২৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। রেলের তরফে এডিজি স্মিতা শর্মা জানিয়েছেন, দুর্ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি, কেউ গুরুতর আহত নন। তিনি আরও জানান, ঘটনাস্থলে পৌঁছেচে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ও মেডিক্যল ইউনিট। কানপুরের জেলাশাসক বিজয় পন্থ জানিয়েছে, উদ্ধারকাজ চলছে। যাত্রীদের কানপুর সেন্ট্রাল স্টেশনে নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার পর ৪টি হেল্পলাইন খুলেছে রেল। এগুলি হল-০৩৩-২৬৪০২২৪১, ২৬৪০২২৪২, ২৬৪০২২৪৩, ২৬৪১৩৬৬০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *