বুনিয়াদপুরে মোদীর বক্তব্যে নেই ধার নেই তেজ, প্রার্থীকে জয়ী করবার বার্তা নেই মোদীর মুখে, নেই জেলার জন্য উন্নয়নের আশ্বাস

২০শে এপ্রিল, বুনিয়াদপুরঃ মোদীর বক্তব্য শুনতে তীব্র রোদ মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোন আশার বানী পেলো না জেলার হাজার হাজার মানুষ, মোদীর পাঁচ বছরের সাফল্যে শুধু জঙ্গি দমন আর সেনাকেই টেনে আনলেন নরেন্দ্র মোদী, জেলার মানুষ পেলোনা মোদীর বক্তব্যে সেই তেজ। জেলার মানুষের আশা ছিলো মোদী অবশ্য জেলার উন্নয়নের বিষয়ে রেল, বিমানবন্দর চালু, কিম্বা করিডর সহ হিলি আন্তর্জাতিক বানিজ্যের উন্নয়নের বাণী শোনাবেন। কিন্তু যা বলেন তা থেকে এই জেলার রেল কিম্বা বিমানবন্দর থেকে শিল্প এমনকি এই জেলার হিলি আন্তর্জাতিক বানিজ্যের উন্নয়নের কথা কিছুই সেই ভাবে বলতে শোনাগেলো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। হিলি টুরা করিডরের বিষয়েও মোদীর মুখে একটা শব্দও শোনা গেলোনা। আর যা নিয়ে রিতি মতো হতাশ জেলার মানুষ। এমনকি যাবার আগে প্রার্থী সুকান্ত মজুমদারকে ধরে জয়ী করবার কোন বার্তাই এইদিন দিতে দেখা গেলোনা মোদীকে। তিনি এইদিন যা বললেন তা একদিকে তার পাঁচ বছরের সাফল্যে উঠে এলো সেনা ও জঙ্গি দমনে সরকারের ভূমিকার কথা, কিন্তু সাধারন মানুষের জন্য তার সরকার গত পাঁচ বছরে কি কি করেছে তা তিনি কিছু বললেন না। এমনকি যে বুনিয়াদপুরে তিনি সভা করলেন সেই বুনিয়াদপুরের ওয়াগান কারখানা নিয়েও মোদী একটা শব্দ উচ্চারন করেননি। তিনি এই জেলার রেল আনা নিয়ে মমতা ব্যানার্জীকে আক্রমন করেছেন, তিনি বলেছেন মমতা ব্যানার্জী রেল মন্ত্রী থাকা কালিন কেন এই জেলার রেলে কাজ হয়নি, যা নিয়ে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ মোদীর এই বক্তব্যের প্রসঙ্গে বলেন হয় প্রধানমন্ত্রী এই জেলার ইতিহাস ভূগোল নিয়ে কিছুই জানেন না, আর নয় তিনি এই জেলার কাজ নিয়ে কোন দিন কিছু ভাবেননি। তাই ভূল বক্তব্য প্রধানমন্ত্রীর কাছ থেকে এইদিন শোনা গেলো। তিনি বলেন এই জেলার রেল আগমনে মমতা ব্যানার্জীর অবদান অতিবড় নিন্দুক ও শিকার করবে। আর বালুরঘাট বিমানবন্দর নিয়েও তিনি জেলার মানুষকে ভূল বক্তব্য তুলে ধরেছেন। বালুরঘাট বিমানবন্দর পুরগঠন করেছে রাজ্য সরকার। কিন্তু অর্পিতা ঘোষ জানান এই বিমানবন্দর চালুর বিষয় নিয়ে তিনি সংসদ ও মন্ত্রীর কাছে বার বার জানতে চাইলে কোন উত্তর দেননি মোদীজির সরকারের মন্ত্রী। গত পাঁচ বছরে এই সরকারের আমলে একটি রেল এই জেলায় চালু করেনি মোদীজির সরকার, বালুরঘাট হিলি, বুনিয়াদপুর কালিয়াগঞ্জ, গাজল ইটাহার, বুনিয়াদপুর ইটাহার কোন রেল প্রকল্পের কাজ এক চুল এগোয়নি মোদীজির আমলে, নেই মমতা ব্যানার্জীর ঘোষণা করা বুনিয়াদপুর ওয়াগান কারখানা। তিনি কি মুখে এই জেলায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জীর দুরনাম করেন এই মাটিতে, যে মাটির উন্নয়নের কোন কিছুই মোদীজির করা কিছু নেই গত পাঁচ বছরে বলে আক্রমন করেন বিদায়ী সাংসদ ও এবারের প্রার্থী অর্পিতা ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *