‘পরিস্থিতি খারাপ, লিবিয়া ছাড়ুন এখনই! ভারতীয়দের উদ্দেশ্যে বার্তা সুষমার

২০শে এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ ক্রমশ খারাপ হচ্ছে লিবিয়ার রাজধানী ত্রিপোলির পরিস্থিতি। সন্ত্রাসবাদী হামলা প্রায় প্রতিদিনের ঘটনা সেখানে। এই অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব সেখানে বসবাসকারী ভারতীয়দের ত্রিপোলি ছাড়ার পরামর্শ দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। শুক্রবার টুইট করে এই বার্তা দিয়েছেন তিনি। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ৫০০-র ও বেশি ভারতীয় আটকে রয়েছেন। এখনই শহর না ছাড়লে পরে তাঁদের উদ্ধার করা সম্ভব নাও হতে পারে বলে সতর্ক করেছেন সুষমা স্বরাজ। ত্রিপোলিতে লিবিয়ান সেনার সঙ্গে খলিফা হাফতারের বাহিনীর লড়াই চলছে। রাষ্ট্রপুঞ্জের সমর্থন-পুষ্ট লিবিয়ার প্রধানমন্ত্রী ফয়েজ আল-সররাজকে ক্ষমতা থেকে সরাতে চায় খলিফা হাফতার। এই যুদ্ধে গত দু-সপ্তাহে ত্রিপোলিতে ২০০-র বেশি মানুষ মারা গিয়েছে। এই পরিস্থিতিত সব ভারতীয়দের কাছে বিদেশমন্ত্রী অনুরোধ রেখেছেন যাতে তাঁরা ত্রিপোলিতে বসবাসকারী আত্মীয় থাকলে, তাঁদের অবিলম্বে সেই শহর ছাড়তে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *