বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকা থেকে বিজেপিতে যোগদান

১৮ই এপ্রিল, বালুরঘাটঃ ২৩ এপ্রিল ভোট বালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন। সেই সন্ধিক্ষনের আগেই  বিজেপিতে যোগদানের রেশ যেন থামছেই না। নির্বাচনের আগে বালুরঘাট লোকসভা কেন্দ্রের অমৃতখন্ড অঞ্চলের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভুলকিপুর গ্রামের এসটি ও এস সি পরিবারের প্রায় শতাধিক মানুষ যোগদান করল বিজেপিতে। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার, বিজেপি আদিবাসী মোর্চার জেলা সভাপতি বুদরাই টুডু সহ অন্যান্যরা।

এছাড়াও বোল্লার বদলপুরে তৃণমূল ও আর.এস.পি ছেড়ে ১১৩ জন যুবক এবং কুমারগঞ্জ ব্লকের সাফানগর অঞ্চলের আমুলিয়াতে শতাধিক যুবক সিপিএম ও কংগ্রেস থেকে বিজেপি যুব মোর্চাতে যোগদান করেন বলে বিজেপি সূত্রের খবর। এদিন বিজেপি জেলা কার্যালয়ে দক্ষিণ দিনাজপুর মহিলা মোর্চার পক্ষ থেকে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের লাভবান মহিলাদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি শুভেন্দু সরকার, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, জেলা সভানেত্রী দেবশ্রী সরকার সহ অন্যান্যরা। অন্যদিকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার দিনভর প্রচারের ব্যস্ত ছিলেন গঙ্গারামপুর, হিলি ও ইটাহারের বিভিন্ন এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *