পুলিশকে লক্ষ্য করে গুলি-বোমা, চোপড়ায় ব্যাপক উত্তেজনা

১৮ই এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ চোপড়ায় হাতিঘিষা মোড়ে অবরোধ স্থানীয়দের। এদিকে, পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এ নিয়ে রিপোর্ট তলব করলেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।

দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত চোপড়ার ১৮০ নম্বর বুথে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূলের লোকজন ভোটদানে বাধা দিচ্ছে। ভোটারদের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। বাইরের ভোটারদের বুথের ভিতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভোটারদের মারধরেরও অভিযোগ ওঠে। এরপরই ক্ষুব্ধ ভোটাররা হাতিঘিষা মোড় অবরোধ করেন।

খবর পেয়ে এলাকায় আসে কেন্দ্রীয় বাহিনী। তুলে দেওয়া হয় অবরোধ। এই ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেে কমিশন।

প্রথমে অবরোধ তুলে দিলে পরে ফের একবার অবরোধ করেন ভোটাররা। পুলিশি টহল সত্ত্বেও পরিস্থিতি হয়ে ওঠে ধুন্ধুমার। পুলিশকর্মীদের লক্ষ্য করে বোমা, গুলি ছোড়া হয়। আত্মরক্ষার তাগিদে লাঠিচার্জ করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *