দুপুর পর্যন্ত উত্তরবঙ্গের তিন কেন্দ্রের ভোটের ডেইলি হান্ট

১৮ই এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ সপ্তদশ লোকসভা নির্বাচনের আজ দ্বিতীয় দফায় রাজ্যের ৩টি আসনে নির্বাচন চলছে । দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জ। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। সকাল ১১ টা পর্যন্ত ভোটদানের হার ৩৩.৪৫ শতাংশ। এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে বলে জানিয়েছে কমিশন।

প্রথম দফায় রাজ্যের ২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। সেইসময় সববুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় বিভিন্ন জায়গায় রিগিংয়ের অভিযোগ ওঠে। দ্বিতীয় দফাতে সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানায় বিরোধীরা। তবে দ্বিতীয় দফাতেও সব বুথে কেন্দ্রীয় বাহিনী নেই। ৮০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। বাকি ২০ শতাংশ বুথে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী রয়েছে। কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক জানালেন, রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়ায় আজ সকাল থেকেই তুমুল গন্ডগোল শুরু হয়। অন্যদিকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গোয়ালপোখরে আক্রান্ত সংবাদমাধ্যম।

দার্জিলিং 

  • দার্জিলিং লোকসভা কেন্দ্রের কোটিয়াজটের একটি বুথে ভোট দিতে গিয়ে মৃত্যু বৃদ্ধের
  • শিলিগুড়ির প্রধানগরের একটি বুথে ভোট দিতে গিয়ে ববিতা গুপ্তা নামে এক মহিলা দেখলেন তাঁর নামে ভোট হয়ে গেছে
  • চোপড়ায় ১১২ নম্বর বুথে EVM ভাঙচুর
  • ভোটদানের হার ৩০.১২%
  • চোপড়ার ঘটনায় গুলি চালানোর উল্লেখ নেই প্রাথমিক রিপোর্টে, জানাল কমিশন
  • EVM -এ BJP প্রার্থীর নামের জায়গায় ব্ল্যাকটেপ লাগানোর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের
  • সরানো হল ১১০ নম্বর বুথের প্রিজ়াইডিং অফিসারকে, যেখানে হরকা বাহাদুর ভোট দিয়েছিলেন
  • ২৫/৪৭ নম্বর বাগডোগরা বালিকা বিদ্যালয়ে  EVM -এ BJP প্রার্থীর নামের জায়গায় ব্ল্যাকটেপ লাগানো ছিল, পরে তুলে নেওয়া হয়
  • ফাঁসিদেওয়ায় তিনটি বুথে ভোটগ্রহণ দু’ঘণ্টা বন্ধ থাকার ফের শুরু
  • মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার একটি বুথে EVM বিকল
  • আপার বাগডোগরার একটি বুথে EVM-র উপর BJP-র প্রতীক, উত্তেজনা
  • ঘটনা নিয়ে রিপোর্ট তলব কমিশনের বিশেষ পর্যবেক্ষকের
  • চোপড়ায় পুলিশের উপর বোমা
  • পুলিশের লাঠিচার্জ, ফাটানো হল টিয়ার গ্যাসের শেল
  • RAF নামিয়ে অবরোধ তুলে দেওয়া হল
  • চোপড়ায় ফের টায়ার জ্বালিয়ে পথ অবরোধ
  • আপার বাগডোগরার ২৫/৪৭ নম্বর বুথে EVM এ BJP- প্রতীকের উপর কালো টেপ। বন্ধ ভোট
  • চোপড়ার হাতিঘিসায় SDPO সোমনাথ ঝার নেতৃত্বে পুলিশের রুটমার্চ, কিন্তু কেন্দ্রীয় বাহিনী নেই
  • ভোট দিলেন কালিম্পঙের বিধায়ক সরিতা রাই
  • চোপড়া নিয়ে রিপোর্ট তলব কমিশনের
  • চোপড়াতে অবরোধ তুলে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী
  • দ্রুত অবরোধ সরাতে DM কে নির্দেশ কমিশনের
  • ভোটদানে বাধা, প্রতিবাদে চোপড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কে অবরোধ
  • শিলিগুড়িতে ভোট দিয়ে তৃতীয় লিঙ্গের ভোটাররা বললেন, “ভাবী সরকারের কাছে কিছুই দাবি নেই”
  • সকাল ৯ টা পর্যন্ত ভোটদানের হার ১৭ শতাংশ
  • শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডে EVM বিকল
  • কালিম্পঙে ভোট দিলেন JAP নেতা হরকা বাহাদুর ছেত্রী
  • ১২৮,১৫৫,২২৪,২২৫,২২৭,২২৯ নম্বর বুথে EVM বিকল
  • ভোট দিলেন সুবাস ঘিসিংয়ের ছেলে মন ঘিসিং
  • ভোট দিলেন কংগ্রেস প্রার্থী শংকর মালাকার
  • শিলিগুড়ির ২০১ নম্বর বুথে সস্ত্রীক ভোট দিলেন অশোক ভট্টাচার্য
  • সস্ত্রীক ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাই
  • ফাঁসিদেওয়ার দুটি বুথে EVM বিকল
  • বিন্নাগুড়ির ১৮/২৪ ও ১৮/২৩ নম্বর বুথে EVM খারাপ
  • চোপড়ার ৯২ নম্বর বুথের ভিতর ভোটরদের আটকে রেখেছে দুষ্কৃতীরা
  • শিলিগুড়ির নেতাজি বয়েজ় হাইস্কুলে ভোট দিতে এলেন রূপান্তরকামীরা
  • ভোট দিলেন বিনয় তামাং
  • শিলিগুড়ির ২৬/৩৩ নম্বর বুথে EVM খারাপ
  • শিলিগুড়ি ২৬/১৭৩ নম্বর বুথে ভোট দিলেন গৌতম দেব
  • ৩৫ নম্বর বুথে EVM খারাপ
  • ভোট দিতে এলেন বিনয় তামাং
  • হায়দরপাড়া বুদ্ধভারতি স্কুলে EVM বিকল।  আধঘণ্টা দেরিতে শুরু ভোট
  • সেন্ট ট্রেরেসাস স্কুলে ২৩/১৫৮ নম্বর বুথে EVM খারাপ
  • শক্তিগড় হাইস্কুলের ১৯/২৪৭ নম্বর বুথে EVM খারাপ
  • মার্গারেট স্কুলে ভোট দিলেন বাম প্রার্থী সমন পাঠক
  • একটিয়া সাল মহিপাল বি এফ স্কুলের ১৫২ নম্বর বুথে দুটি EVM মেশিন খারাপ

রায়গঞ্জ

  • সকাল ১১ টা পর্যন্ত ভোটদানের হার ৩৩.৯৫ শতাংশ
  • সেলিমের গাড়ির ক্ষতি হয়নি, প্রাথমিক রিপোর্ট কমিশনের
  • ভোটদানের হার ৩৪.০১%
  • সেলিমের উপর হামলার অভিযোগ নিয়ে রিপোর্ট তলব কমিশনের
  • পাটাগোলায় সাংবাদিককে মারধর
  • ইসলামপুরে বাম প্রার্থী মহম্মদ সেলিমের গাড়িতে হামলা
  • হেমতাবাদে ফের ভোট শুরু
  • ইসলামপুর জাতীয় সড়কে অবরোধ
  • গোয়ালপোখরের কাটাফুলবাড়িতে আক্রান্ত সংবাদমাধ্যম। ASP কে ঘটনাস্থানে যেতে নির্দেশ কমিশনের
  • বুথে ঢুকে ক্ষোভপ্রকাশ বামফ্রন্ট প্রার্থী মহম্মদ সেলিমের
  • ইসলামপুরে ২৯/৪ নম্বর বুথে আলো নেই, ঢাকা নেই EVM
  • চাকুলিয়ার অনেক বুথে EVM খারাপ। ব্যবস্থা নিচ্ছে কমিশন
  • গোয়ালপোখরের ঘটনায় ASঝ কে ঘটনাস্থানে যাওয়ার নির্দেশ কমিশনের
  • গোয়ালপোখরের ১ নম্বর বুথে চলছে ছাপ্পা
  • রায়গঞ্জ কেন্দ্রের একটি বুথে EVM মেশিনে তৃণমূল কংগ্রেসের প্রতীক ছাড়া আর কারোর দলীয় প্রতীক নেই
  • হেমতাবাদের মহাজনবাড়িতে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ চলছে
  • ভাটপাড়ার ২৯/৩৩ ও ৩৪ বুথে EVM-র চারপাশ ঢাকা নেই
  • ইসলামপুরে হিন্দি প্রাথমিক স্কুলে বুথ নম্বর ২৯/১৩৫-এ EVM ঠিক করে ফের ভোটগ্রহণ শুরু হয়েছে
  • মেশিন ঠিক হওয়ার পর অবশেষে ভোট দিলেন দীপা দাশমুন্সি
  • ইসলামপুরে ২৯/১১৪ নম্বর বুথে EVM খারাপ
  • ইসলামপুরে হিন্দি প্রাথমিক স্কুলে বুথ নম্বর ২৯/১৩৫-এ এখনও শুরু হয়নি ভোটগ্রহণ। লাইনে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়াল
  • ভোট দিতে এলেন তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়াল
  • মহেন্দ্রগঞ্জ জি এফ পি স্কুলে EVM গন্ডগোল ( বুথ নম্বর ৮০)। ভোটের লাইনে দাঁড়িয়ে দীপা দাশমুন্সি
  • আন্দুলঘাটা ৩৫/১৮৫ নম্বর বুথে ভোটকর্মীরা আসা শুরু করেছেন

জলপাইগুড়ি

  • অস্ত্র নিয়ে রেঞ্জার সঞ্জয় দত্তের ভোট দেওয়ার ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে প্রিজ়াইডিং অফিসারের বিরুদ্ধে
  • ভোটদানের হার ৩৬.২২%
  • মেখলিগঞ্জের জামালদহে ৫৬ নম্বর বুথে EVM মেশিনে BJP প্রতীক চিহ্ন মুছে ছাপ্পার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  • ময়নাগুড়ির ১৬/১২৭ নম্বর বুথে BJP-র  এজেন্টকে বের করে দিল তৃণমূল
  • বন্দুক নিয়ে বুথে ভোট দিতে ঢুকলেন বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত
  • ময়নাগুড়ির ২০০ নম্বর বুথ তৃণমূল দখল করেছে বলে অভিযোগ
  • ক্রান্তির ২০/২৬৮ নম্বর বুথে ভোটারদের ভোটেক কার্ড আটকে রাখার অভিযোগ। পুলিশি হস্তক্ষেপে মিটল সমস্যা
  • জলপাইগুড়ি কেন্দ্রের ১৮/২৩০ নম্বর বুথের বাবার ভোট দিল ছেলে
  • ধুপগুড়ির ১৫/১৮৭ নম্বর বুথে EVM বিকল
  • ময়নাগুড়ির ১৬/২০০, ১৬/২০১ নম্বর বুথে ছাপ্পার অভিযোগ
  • কুমলাইয়ে নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর
  • মালবাজারের পাথরঝোড়ায় ৪ টি বুথে EVM খারাপ
  • সস্ত্রীক ভোট দিলেন বিজয়চন্দ্র বর্মণ
  • জলপাইগুড়ির ১৭/ ৬২ নম্বর বুথে ভোটারদের হয়ে অন্যরা ভোট দিচ্ছেন।
  • ময়নাগুড়ির ২৪৬ ও ২৫২ নম্বর বুথে ভোটারদের ভয় দেখাচ্ছে দুষ্কৃতীরা
  • জলপাইগুড়ি কেন্দ্রের ১৭/২০৪, ১৭/১০০  ও ২৪০ নম্বর বুথে EVM বিকল
  • মেখলিগঞ্জের ২০৯ নম্বর বুথে EVM বিকল
  • জলপাইগুড়ি বেসিক ট্রেনিং স্কুলের ১৭/৬২ নম্বর বুথে ভোটারদের ভোট কীভাবে দিতে হবে তা দেখিয়ে দেওয়ার অভিযোগ উঠল
  • আলিপুরদুয়ারের বিধায়ক সৈরভ চক্রবর্তীর বিরুদ্ধে জলপাইগুড়ি বেসিক ট্রেনিং স্কুলের বুথে ঢোকার অভিযোগ উঠল
  • ময়নাগুড়ির আবদুল মোড়ের ১৬/৫৪ নম্বর বুথে তৃণমূল ও BJP-র এজেন্টদের বচসা
  • জলপাইগুড়ি কেন্দ্রের ১৫/১৮৭ নম্বর বুথে EVM বিকল
  • ময়নাগুড়ির মাধবডাঙা ও সাপ্টিবাড়ির ১৬/২১৪, ২১৫/২২২, ২০০/২০১, ১০০/১০১, ১৫২/৫১ নম্বর বুথে ছাপ্পার অভিযোগ
  • বিজয়চন্দ্র বর্মণ বললেন, নির্বাচনী বিধি ভঙ্গ করিনি
  • দলের ব্যাচ লাগিয়ে বুথে তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মণ
  • জলপাইগুড়ি বেসিক ট্রেনিং স্কুলের ১৭/৬২ নম্বর বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মণ
  • ধুপগুড়ির ১৫/১৮৭ এবং ১৫/৮৬ নম্বর বুথে EVM বিকল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *