বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা প্রাক্তন অঞ্চল সভাপতিকে হুমকির অভিযোগ বিজেপির বিরুদ্ধে

১২ই এপ্রিল, বালুরঘাটঃ গত বুধবার বালুরঘাটের চকভৃগু কালিবাড়ি মোড়ে বিজেপির প্রাক্তন অঞ্চল সভাপতি বিনোদ হাঁসদা সহ প্রায় ৩০জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলে, তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ বালুরঘাট থানায় করলেন সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা বিজেপির প্রাক্তন অঞ্চল সভাপতি বিনোদ হাঁসদা। তার দাবী মমতা ব্যানার্জীর উন্নয়ন ও কাজে অনুপ্রাণিত হয়ে তিনি সহ বিজেপির মোট ৩০জন কর্মী বুধবার তৃ্ণমূলে যোগদান করেন। যার পরেই বিজেপির পাঁচ জন নেতা তার ও অন্যান্যদের বাড়িতে চওড়াও হয়ে হুমকি দিয়েছে বলে বালুরঘাট থানায় শঙ্কর জোয়ারদার, প্রল্লাদ রায়, বিপ্লব মন্ডল, সারিন মারুয়াড়ী ও পিন্টু মন্ডল নামে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি বিপ্লব খাঁ আমাদের জানান বিনোদ হাঁসদা সহ প্রায় ৩০জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলে, তাদের পাঁচ বিজেপি নেতা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেন কেন তারা তৃণমূলে যোগদান করেছেন। এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে তারা তাদের বাড়ি গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। বিনোদ হাঁসদা ও অন্যান্যরা তাদের বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন। এই বিষয়ে বিজেপি নেতা বিপ্লব মন্ডল আমাদের জানান তার কেউ বিনোদ হাঁসদাকে কোন হুমকি দেয়নি, এটা তৃণমূলের একটা সাজানো অভিযোগ, ভোটের আগে তাদের মিথ্যা অভিযোগে জড়ানোর চেষ্টা করছে তারা। কে কি দল করবে সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটাতে তাদের কোন বক্তব্য নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *