বীরপাড়ায় ভোটকেন্দ্রে রাজ্য পুলিশ সেনার পোশাক-টুপিতে

১১ই এপ্রিল, বালুরঘাটঃ গায়ে সেনা জওয়ানদের মতো জলপাই রঙের ডোরাকাটা জামা। মাথায় টুপিতে লেখা ইন্ডিয়ান আর্মি। ডিউটি করছেন ভোটকেন্দ্রে। একঝলক দেখে মনে হচ্ছে কোনও আধাসেনা জওয়ান বুঝি। কিন্তু ভালো করে ঠাহর করতেই মালুম হয়, সেনা পোশাকে ওই ‘জওয়ান’ আসলে রাজ্য পুলিসকর্মী। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে এমনই ছবি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের বীরপাড়ায়। সেনা পোশাকে ওই রাজ্য পুলিসকর্মীকে দেখে ভোটাররা প্রথমে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বলেই মনে করে। পরে জানা যায়, তিনি একজন রাজ্য পুলিসকর্মী। পোশাক বিভ্রান্তির জেরে বাহিনী নিয়ে ভোটারদের মনে তৈরি হয়েছে ধন্দ। একজন রাজ্য পুলিসকর্মী কেন আধাসেনার পোশাক পরে ডিউটি করবেন, উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, আলিপুরদুয়ারে মোট বুথ ১৮৩৪টি। তারমধ্যে ৫৪৪টি বুথ স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মোট ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে আলিপুরদুয়ারে। মোট ৮১৪টি বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট হচ্ছে ১০২০টি বুথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *