হিলির বিভিন্ন এলাকায় বিজেপির ১০ হাজার টাকা করে চেক বিলি ঘিরে বিতর্ক

১০ই এপ্রিল, হিলিঃ ১৫ লক্ষ নয় হিলির বিভিন্ন মানুষের হাতে পৌছে গেলো বিজেপির দেওয়া ১০ হাজার টাকার চেক। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে হিলির বিভিন্ন এলাকায়। ঘটনার তথ্য জানিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলো তৃণমূল কংগ্রেস। বুধবার হিলির বিনশিরা, ধলপাড়া, হিলি সহ একাধিক এলাকায় ঘটে এমন ঘটনা। এইদিন সকালে বিনশিরার লাকমা এলাকায় প্রথম ঘটনাটি সামনে আসে। এই এলাকার বাসিন্দা লখিন্দর মাহাতকে বিজেপির দেওয়া পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের ১০ হাজার টাকার চেক এলে চাঞ্চল্য ছড়িয়ে পরে।এরপরে এইনিয়ে এলাকায় শোরগোল পরে গেলে, জানা যায় হিলির বহু মানুষের হাতে এই ধরনের চেক দিয়েছে বিজেপি বলে অভিযোগ জানাযায় হিলি তৃণমূল কংগ্রেস। তাদের দাবী নিরব মোদীর পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের লুটের টাকা, সেই ব্যাঙ্কের মাধ্যমে ভোট বিলি করছে বিজেপি। এই নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে জেলার তৃণমূল কংগ্রেস। এইনিয়ে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার ঘটনার কথা স্বীকার করে আমাদের জানান তারা তাদের বাইক র‍্যালিতে নিয়ে আসা ক্ষতিগ্রস্ত বাইকের জন্য তাদের কর্মীদের চেক দেওয়া হয়েছে। কিন্তু কবে হলো এই বাইক র‍্যালি আর কিভাবেই বা এতো ক্ষতিগ্রস্ত হলো মোটর বাইক, তা নিয়ে তদন্ত চেয়েছেন বালুরঘাট কেন্দ্রের তৃণমূক কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ। তিনি বলেন বিজেপি টাকা দিয়ে বালুরঘাট কেন্দ্রের ভোট ক্রয় করতে চাইছেন। গত পাঁচ বছরে উন্নয়ন কি তা মোদী সরকার করেনি, করেছে গরীব মানুষের রক্তজল করা টাকা, আর সেই লুটের টাকা এখন নির্বাচনে ব্যাবহার করে প্রচার চালাতে চাইছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *