দীর্ঘদিনের শহরবাসির দাবী পূরণ, অবশেষে বালুরঘাট শহরের আত্রেয়ী খাড়ি সংস্কারের কাজ জোড় কদমে শুরু হলো

৯শে এপ্রিল, বালুরঘাটঃ বালুরঘাটে শহরবাসির দীর্ঘদিনের দাবী পূরণ করলো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও বালুরঘাট পৌরসভা, যা গত ৭০ বছরে হয়নি, অবশেষে সেই বালুরঘাট শহরের আত্রেয়ী খাড়ি সংস্কারের কাজ জোড় কদমে শুরু হলো। প্রায় ৫ কোটি টাকার এই প্রকল্পের টেন্ডারের কাজ গত নভেম্বর মাসেই শেষ হয়েছিল, এরপরে যাবতীয় প্রক্রিয়া সমাপ্ত হবার পরেই চলতি মাস থেকেই জোর কদমে শুরু হয়েছে সংস্কারের কাজ। আত্রেয়ী খাড়ি সংস্কারের সঙ্গে বালুরঘাট শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই খাড়িকে কেন্দ্র করে শুরু হবে সুন্দর্যানের কাজ। আত্রেয়ী নদী থেকে বেরিয়ে খাড়িটি শহরের মধ্যদিয়ে ডাঙ্গা দিয়ে বেরিয়ে গেছে। দীর্ঘদিন এই খাড়ি সংস্কার না হওয়ায় ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে এলাকায়। শহরের ক্রমাগত দূষণে এই খাড়ির অবস্থা এতটাই খারাপ আকার ধারন করেছিলো, যা থেকে খাড়ির আশাপাশের জনবসতিতে প্রভাব পরতে শুরু করে।ক্রমাগত দূষিত হতে শুরু করে এই সব এলাকার নলকুপ থেকে পানীয় জলের উপর।এর পাশাপাশি পুরাতন এই খাড়ির জীববৈচিত্রেও ব্যাপক প্রভাব সৃষ্টি হয়েছে। তাই শহরের প্রান বলে পরিচিত এই খাড়ি নিত্যদিনের দূষণে ক্রমেই মানুষের ভোগান্তি বাড়ছিলো, বার বার বহু পরিবেশবিদ রাও এই খাড়ির সংস্কারের ব্যাপারে কথা বলেও কোন সুরাহা করতে পারেনি। যা এবার বালুরঘাট পৌরসভা ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে শুরু হয় আত্রেয়ী খাড়ি, বা ডাঙ্গা খাড়ি সংস্কারের কাজ, যা দেখে খুসি এলাকার বাসিন্দারা। পরিবেশ প্রেমী তুহীন শুভ্র মন্ডল আমাদের জানান এই খাড়ি নিয়ে তারা অনেক আন্দোলন করেছে, যার সুফল অবশেষে পেলেন তারা, তার দাবী শহরের মধ্যে দিয়ে প্রভাবিত এই খাড়ির সংস্কার অনেক প্রয়োজন ছিলো, যা অবশেষে বাস্তবায়ন ঘটলো। এই খাড়ি এই শহরের কিডনি, যা থেকে শহরের জন জীবন শুদ্ধতা লাভ করে। এই খাড়ি দূষণে তা ব্যাহত হচ্ছিল, যার সংস্কারে এই শহরের বহু জীব বৈচিত্র রক্ষা পাবে।বালুরঘাট শহরের প্রাক্তন কাউন্সিলর শঙ্কর দত্ত আমাদের জানান এই শহরের মধ্যেদিয়ে বয়ে যাওয়া এই খাড়ি সংস্কারের বিষয়টি আমাদের পুর নির্বাচনের প্রতিশ্রুতি ছিলো যা আমরা পূরন করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *