রাস্তার দাবীতে ভোট বয়কটের খবর পেতেই এলাকায় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার

৮ই এপ্রিল, বালুরঘাটঃ অমৃতখন্ডের চকমাধবে পাকা রাস্তার দাবীতে ভোট বয়কটের খবর সংবাদ মাধ্যমে প্রকাশের পরেই, সোমবার এলাকায় পৌছলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। গ্রামবাসীদের বুঝিয়ে ভোট উৎসবে সামিলের আবেদন জানিয়েছেন তিনি। কিন্তু প্রার্থীর শত আবেদনেও তাদের ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল গ্রাম বাসিরা। তাদের দাবী রাস্তা পেলেই ভোট নইলে তারা ভোটে সামিল হবে না। গ্রামের বাসিন্দাদের দাবী বিজেপি প্রার্থীর কথা যুক্তি সম্মত হলেও তারা এই গনতান্ত্রিক ব্যাবস্থা থেকে দুরেই থাকবেন। এইদিন এলাকার বিজেপি নেতৃ্ত্ব থেকে সাধারন মানুষের সঙ্গে কথা বলেন তিনি। প্রার্থী বলেন তিনি নির্বাচনে জয়ী হলেই তার সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের প্রথম অর্থেই এই এলাকায় রাস্তা তিনি করবেন। চকমাধব বুথের চকমাধব, কুতুবপুর ও চিংড়া গ্রামের ১৪০০ ভোটার রয়েছে। এর আগেও তারা পঞ্চায়েত নির্বাচনে রাস্তার দাবীতে ভোট বয়কট করেছিল, কিন্তু সেই সময় প্রশাসনের আশ্বাসে তারা সিদ্ধান্ত থেকে সরে আসলেও এবার আর তারা কোন কথা শোনার পক্ষে নেই। তাদের দাবী কামারপাড়া থেকে চকমাধব পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা বর্ষা কালে এতো বেহাল হয়ে পরে এই রাস্তার অবস্থা, তাতে চলাচলের অনুপযুক্ত হয়ে পরে এই রাস্তা।তাই তারা এই রাস্তা নিয়ে বার বার প্রশাসনে দ্বারস্থ হয়েও কোন লাভ না হওয়ায় তারা এই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।

বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার আমাদের জানান গ্রামবাসীদের অভিযোগ তিনি শুনেছেন, তাদের দাবী অত্যন্ত যুক্তি যুক্ত। তবে গনতন্ত্রের এই উৎসবে সকলের অংশগ্রহন অত্যন্ত প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *