ডিএভি স্কুলের ফ্রী বৃদ্ধির প্রতিবাদে এক জোট হয়ে বালুরঘাটে আন্দোলনে নামলো অভিভাবকরা, ফ্রী না কমলে ভর্তি নয়

৮ই এপ্রিল, বালুরঘাটঃ আত্রেয়ী ডিএভি স্কুলে নতুন শিক্ষাবর্ষে ছাত্র ভর্তি করতে গিয়ে অভিভাবকদের মাথায় হাত, এক লাফে কয়েকগুণ ফ্রী বৃ্দ্ধির নোটিশে মাথায় হাত অভিভাবকদের। অভিযোগ বালুরঘাটের এই বেসরকারি স্কুল কোন আলোচনা ছাড়াই অস্বাভাবিক হারে ফ্রী বৃ্দ্ধির প্রতিবাদে অভিভাবকরা বিক্ষোভে নামে বালুরঘাটে। বৃহস্পতিবার শহরের মঙ্গলপুর এলাকার ওই স্কুলে বিক্ষোভের ঘটনা ঘটার পরে, বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জেলা শাসককে নালিশ করার হুমকি দিয়েছেন উত্তেজিত অভিভাবকরা। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষের সাফাই সকলের সাথে আলোচনা করেই কমিটির করা সিদ্ধান্ত অনুযায়ী স্কুলের ফ্রী বাড়ানো হয়েছে।এরপরে গত রবিবার বালুরঘাটের একটি স্থানে মিলিত হয়ে সিদ্ধান্ত গ্রহন করে, যতক্ষন না পর্যন্ত ফ্রী বৃদ্ধি নিয়ে বিদ্যালয় কতৃপক্ষ কোন সিদ্ধান্ত গ্রহন না করে তবে তাড়া তাদের ছাত্র ছাত্রীদের স্কুলে ভর্তি করাবেনা। জানাযায় এই বেসরকারী স্কুলে প্রায় ১৭০০ জন ছাত্র ছাত্রী রয়েছে। যেখানে নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত মাসিক ১২৬০ টাকা ফ্রী এক ধাক্কায় বেড়ে হয়েছে ১৮১০ টাকা। অন্যদিকে পঞ্চম শ্রেনী থেকে আপার ক্লাস পর্যন্ত মাসিক ফ্রী ১৬৪০ টাকা থেকে বেড়ে করা হয়েছে ২৪০০ টাকা। শুধু তাই নয় এর পাশাপাশি বেশ কিছু অনিয়ম সামনে আসে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিভাবকদের দাবী সকলের সাথে আলোচনা না করেই এই ধরনের ফ্রী বৃ্দ্ধি করা হয়েছে।বিদ্যালয়ের অধ্যক্ষ এম পি শর্মা আমাদের জানিয়েছেন, মিটিং করেই কমিটিতে ফ্রী বৃ্দ্ধি করা হয়েছে। অভিভাবকদের অভিযোগ সঠিক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *