অর্পিতা দিদির নির্দেশ পেতেই এলাকার মানুষরাই নেমে পরলো এলাকা এলাকায় প্রচারে

৭ই এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ যখন দলের নেতারাই নির্বাচনের প্রচারে নামছে না, এলাকায় এলাকায় দেওয়াল লিখন ফাঁকা তখন এলাকার সাধারন মানুষদের দেখা গেলো তুলি হাতে তৃণমূল প্রার্থীর হয়ে দেওয়াল লেখার প্রচারে ব্যাস্ত হতে। দেখা যায় গঙ্গারামপুর কুমারগঞ্জ এলাকার সমজিয়া, প্রানসাগর, ধোপাদীঘি, ফুলবাড়ি, অশোকগ্রাম, চালুন, বাসুরিয়া সহ বিভিন্ন এলাকায় তৃণমূলের প্রার্থী অর্পিতা ঘোষের হয়ে প্রচার প্রায় শূন্য হওয়ায়, প্রার্থী নিজেই এলাকার মানুষদের হয়ে নেমে পরে প্রচারে। প্রার্থীর হয়ে প্রচারে নেতৃত্ব দেন ফুলবাড়ির ব্যাবসায়ী আজগর আলি সরকারকে। তিনি নিজেই তুলি হাতে দেওয়াল লিখনে নেমে পরা শুধু নয়, তাকে দেখা গেলো এলাকার কয়েক হাজার মানুষকে সঙ্গে নিয়ে ফুলবাড়ি সহ এইসব এলাকায় তৃনমূল প্রার্থীর হয়ে নির্বাচন প্রচারে। আজগর বাবু জানান তিনি কুমারগঞ্জ গঙ্গারামপুর এলাকার ৫০০০ মানুষকে নিয়ে তৃনমূল প্রার্থী অর্পিতা ঘোষের হয়ে প্রচারে নেমেছেন তিনি। তার দাবি তিনি তৃনমূল প্রার্থীকে জয়ী করতে সব ধরনের প্রয়াস চালাবেন। তার সঙ্গে এই বিষয়ে তার বন্ধু সহ এলাকার সবাই লড়াইয়ে নেমে পড়েছেন। যদিও তার এই উদ্যোগে এলাকার কিছু তৃণমূল নেতা, যারা এবারের নির্বাচনে প্রায় নিষ্ক্রিয় ভূমিকায় ছিলো, তারা কিছুটা অসন্তুষ্ট হলেও সেইসব কিছুকে পরবা না করে আজগর আলি তার প্রচার চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *