১০ই এপ্রিল মোদির সভা স্থগিত বালুরঘাটে, মমতা আসছে দুইবার, করবে মোট চারটি সভা

৬ই এপ্রিল, বালুরঘাটঃ ১০ই এপ্রিল মোদির সভা স্থগিত হলো বালুরঘাট আসনে, তবে বিজেপি সুত্রে জানাযায় নরেন্দ্র মোদি ১৮ই এপ্রিল সভা করতে কেন্দ্রে আসতে পারেন তিনি। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কোন নিশ্চয়তা তৈরি না হলেও জেলা বিজেপি সভাপতি জানান ১৮ই এপ্রিল নির্বাচনের শেষ লগ্নে তিনি সভা করতে জেলায় আসতে পারেন। পাশাপাশি ১২ই এপ্রিল বালুরঘাট কেন্দ্রের ইটাহার ও বালুরঘাটের দুইটি জাগায় সভা করতে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী আসছেন। সেই সঙ্গে তিনি আবার ১৯শে এপ্রিল আবার বালুরঘাট কেন্দ্রের দুইটি স্থানে সভা করতে পুনঃরায় আসার সম্ভাবনা রয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী বালুরঘাট কেন্দ্রের ভোট নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি কারো কোন কথা না শুনে কর্মীদের কাজের আহ্বান করেছেন। সুত্রের খবর তিনি এই কেন্দ্রের কোন  নেতার উপর পূর্ণ আস্থা না রেখে সম্পূর্ণ নিয়ন্ত্রন নিজের হাতে নিয়েছেন। যেখানে ১২ই এপ্রিল তিনি নিজে জেলার সব নেতা দের সঙ্গে সভাস্থলের বাইরে কথা বলবেন নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে। তিনি  ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন কোন কর্মী যেন বসে না থাকে, সবাইকে মাঠে ময়দানে নেমে কাজ করতে বলেছেন। একি ভাবে বিজেপিও বেশ কিছু কেন্দ্রীয় ও রাজ্য নেতৃ্ত্বদের নিয়ে এসে সভা করতে চাইছেন বালুরঘাট কেন্দ্রে যেখানে আদিত্য নাথ যোগীকে ৯ থেকে ১২ই এপ্রিলের মধ্যে বালুরঘাটে এনে সভা করতে পারে বলে জানা গেছে, পাশাপাশি বালুরঘাট কেন্দ্রে আসতে পারে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, রূপা গাঙ্গুলির মতো বেশ কিছু তারকা নেতৃত্ব। পিছিয়ে থাকছে না তৃণমূলও বালুরঘাটে আসছেন দেব, মিমি সহ একাধিক তারকা থেকে তৃণমূলের বেশ কিছু হেবিওয়েট মুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *