শ্রীরামপুর স্টেশনে মুখোমুখি সংঘর্ষ দুটি ট্রেনের
৭ই এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ শ্রীরামপুর স্টেশনে ঢোকার মুখে মুখোমুখি সংঘর্ষ হল দুটি ট্রেনের। এই ঘটনায় ৯জন জখম হয়েছেন বলে এখনও পর্যন্ত জানা গেছে। আজ বিকেলে শেওড়াফুলি লোকাল যখন শ্রীরামপুর স্টেশনে ঢুকছিল তখন স্টেশনে দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর উদ্ধার কাজ শুরু হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। কীভাবে একই লাইনে দুটি ট্রেন এল তা নিয়ে প্রশ্ন উঠেছে।