চার পুলিশ কর্তার পর এবার বালুরঘাটের জেলা শাসক ও প্রাক্তন পুলিশ সুপার সহ ছয়জনের অপসারণ চেয়ে বিজেপির চিঠি
৬ই এপ্রিল, বালুরঘাটঃ শুক্রবার রাজ্যের চার পুলিশ কর্তার অপসারণের পর এবার বালুরঘাটের জেলা শাসক দিপাপপ্রিয়া পি ও প্রাক্তন পুলিশ সুপার প্রসুন ব্যানার্জি সহ ছয় আধিকারিকের অপসারণ চেয়ে কমিশনে বিজেপির চিঠি। যেখানে আর চার জনের মধ্য রয়েছে গঙ্গারামপুরের এসডিপিও বিপুল ব্যানার্জি, কুমারগঞ্জের ওসি সুদীপ্ত দাস, বালুরঘাট সদর মহকুমা শাসক ইশা মুখার্জী, অতিরিক্ত জেলা শাসক কৃত্তিবাস নায়েকের নাম।
বিজেপি অভিযোগ এই সব আধিকারিকরা গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে পক্ষপাতমুলক আচারন করেছে, তাই কমিশনের কাছে এদের অপসারণ চেয়েছে বিজেপি। কিন্তু প্রশ্ন হচ্ছে এদের মধ্যে দুই আধিকারিক যেমন জেলা শাসক দিপাপপ্রিয়া পি ও কুমারগঞ্জের ওসি সুদীপ্ত দাস গত পঞ্চায়েত নির্বাচনে এই পদে ছিলেন না, আবার প্রাক্তন পুলিশ সুপার প্রসুন ব্যানার্জি বর্তমানে মালদা এস এস সিআইডি, ফলে এদেরকে অপসারণ কেন চাইছে প্রশ্ন উঠছে সেই সব নিয়েও। এখন দেখার কমিশন কি ব্যাবস্থা গ্রহন করে।