বালুরঘাট টাউন ক্লাব ময়দানে মমতা ব্যানার্জীর জনসভা, পরিদর্শনে জেলা সভাপতি বিপ্লব মিত্র
৫ই এপ্রিল, বালুরঘাটঃ ১২ই এপ্রিল শুক্রবার বালুরঘাট টাউন ক্লাব ময়দানে মমতা ব্যানার্জীর জনসভা, পরিদর্শনে তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র। এইদিন বেলা ১২টা নাগাদ বালুরঘাট টাউন ক্লাব ময়দান ও বালুরঘাট হাইস্কুলের দিসারী ময়দান পরিদর্শন করেন। যেখানে তিনি মাঠ পরিদর্শন করে বালুরঘাট টাউন ক্লাব ময়দানকে জনসভার জন্য চিহ্নিত করেন এবং হেলিপ্যাড হিসাবে ফ্রেন্ডস ইউনিয়ন ময়দানকে ব্যাবহার করা হবে বলে জানা যায়। এইদিনের এই পরিদর্শনে ছিলেন তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র, জেলা সভাধিপতি লিপিকা রায়, বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান রাজেন শীল, দেবজিৎ রঞ্জন রুদ্র সহ বিভিন্ন নেতৃ্ত্বরা। পরিদর্শন শেষে তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র জানান এই সভা স্থল বেছে নেবার পেছনে মূল কারন মাঠের পাশেই হেলিপ্যাড থাকবে যার ফলে দ্রুত নেত্রীকে মাঠে নিয়ে আসা ও সভা করে ফিরে যাওয়ার সুবিধা মিলবে।