হরিরামপুরের রাস্তায় রাস্তায় প্রচারে বিজেপি প্রার্থী, ভোজন সারলেন হরিজন বাড়িতে

৪ঠা এপ্রিল, হরিরামপুরঃ নির্বাচনের প্রচারে বৃহস্পতিবার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে দেখা গেলো বংশীহারী ও হরিরামপুরের বিভিন্ন এলাকায়। এইদিন তিনি সকালে বুনিয়াদপুর, সিঙ্গাদহে প্রচার চালান এরপরে তিনি দৌলতপুরে প্রায় ৪০০ কর্মী নিয়ে মিছিলে হাঁটতে দেখা গেলো প্রার্থী সুকান্ত মজুমদারকে। সেইখান থেকে দানবগ্রাম, বাগিচাপুর, বৈহাট্টা, মহেন্দ্রতে তিনি গ্রামের মানুষদের সঙ্গে মিশে গিয়ে প্রচার চালান।দুপুরে দলিত পরিবার, বাবলু হরিজনের বাড়িতে ভোজ সারেন তিনি। এইদিন তার প্রচারে কর্মীদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।