বালুরঘাটে চলে এলো তিনটি অব্জার্ভার, বৃহস্পতিবার বৈঠক করলেন পুলিশ অব্জার্ভার
৪ঠা এপ্রিল, বালুরঘাটঃ গতকাল ও বৃহস্পতিবার মিলে তিনজন অব্জার্ভার চলে এলো বালুরঘাটে। গতকালই পুলিশ ও এক্সপেনডিচার অব্জার্ভার এস আরুল কুমার ও এস দেবরঞ্জন চলে এসেছিল। এদিন বালুরঘাটে চলে এসেছেন জেনারেল অব্জার্ভার সি মুনিয়ান্থান। এইদিন বালুরঘাটে পুলিশ অব্জার্ভার এস আরুল কুমার এসে জেলা পুলিশ সুপার সহ জেলার সব পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন তিনি। এর পাশাপাশি জেনারেল অব্জার্ভার সি মুনিয়ান্থানও বৈঠক করবেন জেলার সব আধিকারিকদের সঙ্গে। এরপর জেলার বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখবেন তিনি।