প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হবেন মমতা ব্যানার্জী, হরিরামপুরে বলেন ফিরাদ হাকিম
৪ঠা এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ গত বুধবার হরিরামপুরে ফিরাদ হাকিমের কর্মীসভায় দেখা গেল হাজার হাজার মানুষের জনজোয়ার। কর্মীদের ভিরে ঠাসা এই সভায় ফিরাদ হাকিম বলেন, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হিসাবে আত্মপ্রকাশ ঘটবে মমতা ব্যানার্জীর নাম। আর তাই নরেন্দ্র মোদী এতো চিন্তিত বলে বক্তব্য রাখেন ফিরাদ হাকিম।
তিনি বলেন বাংলায় যে উন্নয়ন গত সাত বছরে মমতা ব্যানার্জী করেছে তা মোদী কল্পনা করার ক্ষমতা নেই। এই বালুরঘাট কেন্দ্রের প্রতিটি এলাকায় কোন না কোন ভাবে সব কিছুতে সাংসদ হিসাবে অর্পিতা ঘোষকে যেমন মানুষ পেয়েছে, তেমন সাংসদেও আপনাদের সাংসদ এই এলাকার সমস্যা বার বার তুলে ধরেছেন। যা বিগত দিনে এই এলাকার কোন সাংসদকে এইভাবে আপনারা আগে দেখেননি বলে কর্মী থেকে সাধারণ মানুষকে জানান তিনি। সেই সঙ্গে তিনি বলেন, অন্য কোন মুখ্যমন্ত্রী এই সব এলাকায় আগে এতোবার আপনাদের খোঁজ নিতে বার বার আপনার জেলায় দেখা যায়নি, যা গত সাত বছরে বার বার করে দেখিয়েছেন মমতা ব্যানার্জী। তাই আসন্ন নির্বাচনে বিজেপি নয়, আপনাদের একমাত্র ভরসা মমতা ব্যানার্জী, বলে বক্তব্য রাখেন ফিরাদ হাকিম।