নির্বাচনের গেঁড়োয় আটকে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েকশ পরিবারের সরকারি বেসরকারি সাহায্য
৪ঠা এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ মঙ্গলবার দক্ষিন দিনাজপুর জেলার হিলি ব্লকে ব্যাপক শিলাবৃষ্টির প্রকোপে প্রায় শতাধিক মানুষ।শিল ঝড়ের দাপটে হিলির ত্রিমোহিনী, জামালপুর, পাঞ্জু্ল, তিওড় সহ একাধিক এলাকার বহু মানুষ গত তিনদিন থেকে অসহায় অবস্থায় দিন কাটাছে খোলা আকাশের নিচে, অথচ নির্বাচনী বিধি নিষেধের গেঁড়োয় সরকারী কিম্বা বেসরকারী সাহায্য পৌছানো সম্ভব হচ্ছেনা এই সব এলাকায়।মঙ্গলবার ঘন্টা খানেকের শিলাবৃষ্টিতে বহু মানুষের ঘড়ের চাল নষ্ট হয়েগিয়েছে, নষ্ট হয়েছে কয়েক হেক্টর জমির সব্জী ও আম চাষ। কিন্তু জেলা প্রশাসনের কাছে ত্রানের ব্যাবস্থা থাকলেও কেবল মাত্র নির্বাচনী বিধি নিষেধের কারনের আটকে রয়েছে প্রশাসনিক সাহাস্য, এমনকি বেসরকারি ভাবেও সেই সব অসহায় মানুষদের কে সাহায্য করতে পারছে না কোন সংগঠন কিম্বা কোন রাজনৈতিক দল। তাই যাদের সামর্থ আছে তারাই কেবল মাত্র বাজার থেকে ঘরের টিন কিম্বা ত্রিপল কিনতে পারলেও বহু মানুষের পক্ষে তা সম্ভব হয়নি।তাই সেই সব মানুষদের হাতে সরকারি ত্রিপল পর্যন্ত দিতে পারছে না প্রশাসন, নির্বাচনী বিধি নিষেধের কারনে।এই নিয়ে বালুরঘাট সদর মহকুমা শাসক ইশা মুখার্জীকে প্রশ্ন করা হলে তিনি বলেন এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হলেও এখনো পর্যন্ত সেই আবেদনের কোন অনুমোদন না মেলায় এর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের আবেদনের ভিত্তিতে ক্ষতিয়ে দেখে একটি তালিকা তৈরি হয়েছে। অনুমোদন মিললেই সাহায্য করা হবে।