গঙ্গারামপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির

৪ঠা এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার বেলবাড়ি রেলব্রিজ চত্বরে। জানাযায় ঘটনাটি গ্রামবাসীদের নজরে এলে, ওই ব্যক্তিকে তড়িঘড়ি গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা কয়েকঘন্টার চিকিৎসার পর মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম সাত্তার মিয়া , বয়স ৬০ বছর, পেশায় শ্রমিক। মৃত ব্যক্তির বাড়ী গঙ্গারামপুর থানার বেলবাড়ি এলাকার মসজিদ পাড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন সকাল বেলায় সাইকেল নিয়ে বেলবাড়ির থেকে রেল ব্রিজ পার হয়ে কলেজ মোড়ের দিকে আসছিলেন তিনি, সেই সময় বেলবাড়ি রেল ব্রিজ পার হতেই মালদা থেকে বালুরঘাট গৌড় এক্সপ্রেসে ধাক্কায় ব্রীজ থেকে ছিটকে কিছুটা দূরে পড়ে গিয়ে গুরুতরভাবে আঘাত পায় ওই ব্যক্তি, ঘটনাটি গ্রামবাসীদের নজরে আসতেই তড়িঘড়ি ওই ব্যক্তিকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। বেশ কয়েক ঘন্টা চিকিৎসা চলার পর চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়, ঘটনার তদন্তে পুলিশ।