কুমারগঞ্জের প্রচারে বর্ণময় তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ

৪ঠা এপ্রিল, কুমারগঞ্জঃ বৃহস্পতিবার সকাল থেকেই কুমারগঞ্জের প্রচারে বর্ণময় তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ। তিনি এইদিন প্রচারের সঙ্গে মিলে গেলেন গ্রামের মানুষদের সঙ্গে। কোথাও রাস্তায় পায়ে হেটে আবার কোথাও তিনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে মাইক হাতে বক্তব্য রাখতে দেখা গেলো প্রার্থী অর্পিতা ঘোষকে। রাস্তায় হাঁটতে হাঁটতে গ্রামের মহিলাদের জড়িয়ে ধরে আলাপচারিতা করতে দেখা গেলো তাকে। শুনলেন তাদের কথা আবার কোথাও তাকে বলতে শোনা গেলো আসন্ন নির্বাচনে তাকে আশীর্বাদ করতে। যাই হোক সকাল থেকে তাকে দেখা গেলো একটা অন্য মেজাজে।