শর্ত না মানলে কাশ্মীর আলাদা হবে ভারত থেকে, বিস্ফোরক মেহেবুবা মুফতি

৩রা এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ বিজেপির জোট সঙ্গী ছিলেন কিছুদিন আগে পর্যন্তও। কিন্তু এখন কার্যত সাপে-নেউলে সম্পর্ক। এরই মধ্যে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। বললেন, ‘জম্মু-কাশ্মীর যে শর্তে ভারতের সঙ্গে যুক্ত রয়েছে, সেগুলি যদি উঠিয়ে নেওয়া হয়, তাহলে ভারতের সঙ্গে কোনও সম্পর্কই রাখবে না কাশ্মীর।’

উল্লেখ্য, বুধবার জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রেসিডেন্ট মেহবুবা মুফতি অনন্তনাগ লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন৷ তারপরই এমন মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে বলে রাখা যাক, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ভারতের সংবিধান থেকে ৩৭০ এবং ৩৫এ বাতিল করার কথা বলেছেন। মেহবুবার আজকের মন্তব্য সেই বক্তব্যেরই পালটা বলে মনে করা হচ্ছে। তবে মেহবুবার মন্তব্য নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে সমালোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *