ব্যাপক শিলাবৃষ্টি হিলিতে, শিলা ঝড়ে ক্ষতি সব্জী চাষে
২রা মার্চ, হিলিঃ মঙ্গলবার দুপুরে ব্যাপক শিলাবৃষ্টি হিলিতে, শিল ঝড়ের দাপটে ক্ষতির আশংঙ্কা হিলির তিওড়, ত্রিমোহিনী এলাকার সব্জী চাষে।এইদিন দুপুরে আচমকা নিমিশের শিলাবৃষ্টিতে সাদা হয়ে যায় রাস্তা মাঠঘাট।গত কয়েকদিন থেকে ঝড় বৃষ্টিতে কিছুটা হলেও একটা ঠান্ডা বাতাসে অনেকটাই স্বস্তিতে দক্ষিন দিনাজপুর জেলা বাসি। এরমধ্যেই এইদিন দুপুরে আকাশে কালো মেঘে অন্ধকারে ছেয়ে যায় হিলি, তিওড়, ত্রিমোহিনী, হিলি, জামালপুর এলাকা। এরপরে বৃষ্টির সঙ্গে শুরু হয় ব্যাপক শিলাবৃষ্টি। মরশুমের প্রথম শিল কুঁড়োতে অনেকেই বৃষ্টির মধ্যে নেমে পরে মাঠ ও রাস্তায়।কিছুখনের এই শিলাবৃষ্টিতে এলাকার সব্জী চাষে ফসলের ক্ষতির আশংঙ্কা করছে কৃ্ষক। একিভাবে এরপরেই বালুরঘাটে শুরু হয় শিলাবৃষ্টি। শহরের কিছুক্ষণের এই বৃষ্টিতে উল্লাস দেখা যায় শহরবাসির মধ্যে, অনেকেই রাস্তা ঘাটে নেমে শিল কুঁড়াতে দেখা যায়।