বালুরঘাট হাসপাতালে তল্যাসির নামে মহিলাকে শ্লীলতাহানি

২রা এপ্রিল, বালুরঘাটঃ বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রবেশ দ্বারে চেকিং-এর নামে নিরাপত্তা রক্ষীদের হাতে শ্লীলতাহানির শিকার এক মহিলা।চার অভিযুক্ত নিরাপত্তা রক্ষীর নামে ঘটনার লিখিত অভিযোগ দায়ের বালুরঘাট থানায়। কিন্তু অভিযোগ দায়ের করার ২৪ ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত কোন অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমন ঘটনার প্রতিবাদে সরর শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দল। পুলিশ সুত্রে জানাযায় সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত অভিযুক্ত চার নিরাপত্তা রক্ষীদের নাম সুজিৎ সরকার, অরুনাভ মন্ডল, সুজন চক্রবর্তী এবং শিবু দে। জানাযায় গত রবিবার শহরের উত্তর চকভবানী এলাকার বাসিন্দা ঐ মহিলা তার এক আত্মীয়কে দেখতে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে গেলে, তার কাছে রোগী দেখার বৈধ টিকিট থাকা সত্ত্বেও ঢুকতে বাঁধা দেয় নিরাপত্তা কর্মীরা। অভিযোগ তল্যাসির নামে ঐ মহিলাকে শ্লীলতাহানি করা হয় বলে জানাযায়। ঘটনার প্রতিবাদে হাসপাতাল গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে অভিযুক্ত মহিলার পরিবার। ঘটনার নিন্দা করে শাসক বিরোধী সব রাজনৈ্তিক দল। হাসপাতাল সুপার তপন বিশ্বাসকে এই বিষয় প্রশ্ন করা হলে তিনি জানান তিনি ঘটনার দিন ছুটিতে ছিলেন, ঘটনার কোন অভিযোগ তিনি পাননি, তিনি জানান হাসপাতাল চত্ত্বর পরিস্কার করতে তল্যাসি করা হয় মুলত তামাকজাত কোন বস্তু নিয়ে হাসপাতালে প্রবেশ করার ক্ষেত্রে নিয়ন্ত্রন আনতে এই ব্যাবস্থা করা হয়েছে, যেখানে শ্লীলতাহানির মতো ঘটনা ঘটার কোন সুজোগ থাকার কথা নয়, তবে বেশ কিছু মহিলা নিরাপত্তা রক্ষী নিয়োগ করবার বিষয়ে তিনি দ্বায়িত্ব প্রাপ্ত ঠিকা সংস্থাকে বলেও কোন কাজ হয়নি বলে তিনি অভিযোগ করেন। তিনি হাসপাতালে মহিলা সিভিক নিয়োগের কথা বলেছেন বালুরঘাট থানাকে, যাও এখনো পর্যন্ত কার্যকর হয়নি। ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে বলে জানান বালুরঘাট সদর ডিএসপি ধীমান মিত্র, দোষী কাউকে পেলে উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *