ভোটের সমিকরনে বাম কংগ্রেস কে পিছনে ফেলে রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী

২৯শে মার্চ, দিনাজপুর ডেইলি ডেস্কঃ গতবারের লোকসভা নির্বাচনে সিপিএম কংগ্রেসকে মাত্র ১৬৩৮ ভোটের ব্যাবধানে পরাজিত করে। আর সেই খানে তাদের দুই দলের শতাংশের হিসেব ছিলো সিপিএম এর ২৮.৬৪ ও কংগ্রেসের ২৮.৫০, পাশাপাশি বিজেপির শতাংশের হিসেব বলছে তাদের ভারে ভোট ছিলো ১৮.৩২। তাই এই হিসাব যা কথা বলছে তাতে কিন্তু এবার মাত্র ১১ শতাংশ অতিক্রম করতে বিজেপির বেশী সময় লাগার কথা নয়। কারন এক দিকে দাড়িভিট ঘটনায় বিজেপিকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে বলে মনে করছে, পাশাপাশি তৃণমূলের গতবারের ১৭.৩৮ শতাংশ কতটা ধরে রাখতে পারবে সেটাই প্রশ্ন, কারন গতবার করীম চৌধুরী তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন শুধু নয় তৃণমূলের একটা বড় ভোট ব্যাঙ্ক ছিলো যা এবার তার সঙ্গে বিজেপি ঘনিষ্ট হয়েছে।যারফলে ভোটের সমিকরনে ক্রমেই এগিয়ে চলেছে বিজেপি, একি ভাবে কংগ্রেস ছেড়ে অনেকেই এখন বিজেপি হয়েছে, একদিকে এই জেলায় কংগ্রেসের সাংগঠনিক উদাসিনতা আর অন্যদিকে সিপিএম তাদের সংগঠন ক্রমেই নরম করেছে রাজ্য রাজনীতিতে যার প্রতিফলন পরেছে উত্তর দিনাজপুরেও এর সঙ্গে যুক্ত হয়েছে মোদী হাওয়া নামক উচ্চচাপ। যার ফলে সিপিএম এর ২৮.৬৪ ও কংগ্রেসের ২৮.৫০ শতাংশের হিসাব একটু হলেও পরিবর্তন হবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেই সব কিছু বিচার করে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ক্রমেই এগিয়ে চলেছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *