এই রবিবারেও খোলা থাকছে ব্যাঙ্ক, প্রয়োজনীয় কাজ সারতে পারেন এইদিন
২৯শে মার্চ, দিনাজপুর ডেইলি ডেস্কঃ রিজার্ভ ব্যাঙ্কের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ২০১৮-১৯ অর্থবর্ষ শেষ হতে চলেছে রবিবার আর তাই এই দিন ব্যাঙ্কের যাবতীয় কাজ মেটানো বাধ্যতামূলক হয়ে পরবে সকলের, তাই সেই আর্থিক কাজ করবার জন্যই এই বিশেষ দিনে ব্যাঙ্ক খুলে রাখতে চাইছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। যেখানে অন্যান্য দিনের মতো টাকা জমা তোলা যাবেনা, শুধু চেক জমা করা যাবে, এমনকি NEFT বা RTGS এর মতো সব কাজ করা যাবে এই দিন। তবে নির্দিষ্ট সময় সীমার মধ্যে করতে হবে। যেমন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত NEFT ও সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত RTGS করা যাবে। RTGS করা যাবে ২ লক্ষ টাকা পর্যন্ত ও ণেফট করা যাবে সীমাহীন।