জেলা সদর বালুরঘাট নয় তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় গঙ্গারামপুর ঘোষণা বিপ্লব মিত্রের
২৮শে মার্চ, বালুরঘাটঃ কেন নেই জেলা সদর বালুরঘাটে তৃণমূলের কোন কার্যালয়, এই প্রশ্নের উত্তরে বিপ্লব মিত্রের দাবী বালুরঘাট নয়, তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় গঙ্গারামপুর। তিনি বলেন সব কিছু বালুরঘাটে হতে হবে তার কোন মানে নেই, ্তৃণমূল কংগ্রেসের যাবতীয় কাজ পরিচালিত হয় গঙ্গারামপুর থেকে, সেইখান থেকে কাজ করতে তৃণমূলের কোন অসুবিধা হয় না। বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেবার পরে, বের হবার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জেলা পর্যবেক্ষক গৌতম দেব ও কৃ্ষিমন্ত্রী পূ্র্ণেন্দু বসুকে সঙ্গে নিয়ে এই কথা বলেন। তিনি আরো বলেন জেলার এই আসন ধরে রাখতে তিনি সব ধরনের প্রচেষ্টা চালাবেন। এই জেলায় বিজেপির কোন অগ্রাসন বলে কোন কিছু নেই, দলের ঐক্য ও একতায় এই জেলায় তৃণমূল জয় ধরে রাখবে। যার যাবতীয় প্রচেষ্টা সব দিক থেকে চলছে। তিনি আরো বলেন বর্তমানে এই জেলায় উপস্থিত রাজ্যের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রী রাজীব ব্যানার্জী, গৌতম দেব ও পূ্র্ণেন্দু বসু উপস্থিত, তারা সব দিক দিয়ে প্রচেষ্টা চালাছে এই আসনে তৃণমূলের জয় ধরে রাখতে। বক্তব্য দেখতে ক্লিক করুন নিচের লিংকে-