আল মাহমুদ : কবিতাময় সন্দীপনা ### ## ড. সন্দীপক মল্লিক ##

আল মাহমুদ : কবিতাময় সন্দীপনা ###
## ড. সন্দীপক মল্লিক ##

তিতাস’-এর ঢেউ, মানবিক প্রভা আল মাহমুদের আত্মায় !
কবিতা-চন্দন, বাঙালি-জ্যোতি পরিব্যাপ্ত তাঁর লৈখিক পারাবতে !
শরীরী মনন নিশ্চুপ হলেও, ঐশ্বর্যে তাঁর চিরায়ত বাঙালির
বজ্র-দীপ ইতিহাস !
লোকজ সুধা, কৃষ্টি-প্রতাপ আল মাহমুদের সত্তায় !
জীবন-সৌরভ, সুস্থিত সবুজ সংসিদ্ধ তাঁর মাধুর্য-রূপাঞ্জনে !
দৈহিক স্মৃতি নিঃশেষ হলেও, মগ্নতায তাঁর সম্পুষ্ট বাঙালির
সত্যায়ত ইতিহাস !
সারথি-সকাল, চৈতন্যের মাটি আল মাহমুদের মননে !
অতীত-স্বস্তি, বাঙালির আলো সমুদ্ভাসিত তাঁর চৈতন্যের আদরে !
দেহজ শিল্প অতৃপ্ত হলেও, দীপ্তিতে তাঁর পরম-বাঙালির
রাজনৈতিক জাগৃতি !
পল্লি-প্রসূন, শক্তি-অধিকার আল মাহমুদের কবিতায় !
মানবিক তাপ, শ্রমশ্রী-পরাগ ন্যায়দীপ্ত তাঁর শিল্পমগ্ন বার্তায় !
শরীরী ফাগুন নিঃশেষ হলেও, মতবাদে তাঁর প্রগাঢ় বাঙালির
কবিতাময় সন্দীপনা !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *